ফিনল্যান্ডে বাড়ছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ
৫ ফেব্রুয়ারি ২০২০ফিনল্যান্ডের নবনির্বাচিত সরকার বুধবার ঘোষণা করেছে এখন থেকে ছুটিতে থাকা মায়েদের মতোই পিতৃত্বকালীন ছুটিতে সমান বেতন পাবেন সদ্যজাত সন্তানের পিতারা৷
ফিনল্যান্ডে বর্তমানে বেতনের সাথে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়৷ সন্তানের বাবারা এতদিন পিতৃত্বকালীন ছুটি হিসাবে পেতেন চার মাসের বেতনসহ ছুটি৷ নতুন নিয়ম প্রণয়ন হলে মা-বাবা দুজনেই পাবেন বেতনসহ সাত মাসের ছুটি৷
স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন যে এই নীতি বাবা-মায়েদের মধ্যে সাম্য আনবে৷ পাশাপাশি, বর্তমান নীতির এই ‘আমূল সংস্কার' পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে৷
২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে শিশুজন্মের হার পাঁচগুণ কমে হয়েছিল৷ ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭৷ সমীক্ষায় দেখা গেছে, মায়েদের সমান বেতনসহ ছুটি দেওয়ায় সুইডেন ও আইসল্যান্ডে শিশু জন্মের হার বেড়েছে৷
ফিনল্যান্ডের এই নতুন নীতি সেখানেও আনতে পারে এমন পরিবর্তন, আশাবাদী সরকার৷
ফিনল্যান্ডের পাঁচটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে চারটিরই নেতৃত্বে রয়েছেন ৩৫ বছরের কমবয়সি নারীরা৷ দেশের ক্ষমতায় রয়েছে বামঘেঁষা জোটের দলগুলি৷
মন্ত্রী পেকোনেন বলেন, ‘‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে৷ কমবে নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও৷’’
এসএস/কেএম (রয়টার্স)