ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ৬
৬ জানুয়ারি ২০২০বিজ্ঞাপন
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কানাইপুর ইউনিয়নের করিমপুর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
মামুন পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল৷ নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান৷
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরিফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তাদের পারিবারিক বন্ধু পুলিশ উপপরিদর্শক ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নাহিদ৷
দুর্ঘটনায় ডা. শরিফুলের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন৷ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ৷
এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)