1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্লিজ কাম হোম ফর ক্রিসমাস’

২২ ডিসেম্বর ২০১১

খৃষ্টধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন৷ বছর ঘুরে শীতের আমেজ নিয়ে আবার ঘনিয়ে এল এই দিন৷ বড়দিনের উৎসব পালনের সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে আছে নানা আঙ্গিক আর নানা স্বাদের অসংখ্য গান৷

https://p.dw.com/p/13XUE
বড়দিনের প্রস্তুতিছবি: DW

ইংল্যান্ডে বড়দিনের ঐতিহ্যবাহী গানের মধ্যে ‘উই উইশ ইউ অ্যা মেরি ক্রিসমাস' খুবই জনপ্রিয় গান৷ ষোড়শ শতাব্দীতে রচিত এই গান গেয়েছেন বহু খ্যাতিমান সংগীত শিল্পী৷ যেমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইরিশ সংগীত তারকা এনিয়া৷  

বিশ্বের বিভিন্ন দেশের খ্রিষ্টধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করে এই দিনটি৷ ক্রিসমাস মানেই তো ঘরে ফেরা৷ পরিবারের সবাই একত্রিত হওয়া৷ ১৯৬০ সালে মুক্তি পায় বিখ্যাত মার্কিন ব্লুজ গায়ক ও পিয়ানো বাদক চার্লস ব্রাউনের ‘প্লিজ কাম হোম ফর ক্রিসমাস' গানটি৷ বড়দিনের বৈশিষ্ট্যে ভরপুর এই গান ন'বছর যাবৎ ‘সিজন্যাল হিট গানের তালিকায় প্রথমদিকের স্থান অধিকার করে রাখে৷

Weihnachten im Iran
ছবি: IRNA

১৮১৮ সালে জার্মান ভাষায় রচিত ‘স্টিলে নাখট, হাইলিগে নাখট', নিস্তব্ধ রাত, পবিত্র রাত, গানটি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী বড়দিনের একটি চিরায়ত সংগীত হিসেবে গীত হয়ে আসছে৷ বহু ভাষায় বহু সংগীত শিল্পী গেয়েছেন এই গান৷ ইংরেজিতে এই গানই ‘সাইলেন্ট নাইট, হলি নাইট'৷

১৯৭১ সালে ‘বিটেলস' জন লেনন তাঁর ‘হ্যাপি ক্রিসমাস' গানটি উপহার দেন৷ কিংবদন্তি হয়ে ওঠা লেনন তাঁর এই গানে বিশ্বের যুদ্ধবিদ্ধস্ত, দুঃখ দুর্দশায় আক্রান্ত মানুষদের কথা বলেছেন৷ শান্তির স্বপক্ষে গাওয়া এই গান পেয়েছে বিপুল জনপ্রিয়তা৷

প্রতিবেদন: মারুফ আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য