সিরিয়া ছাড়ছেন হাজার হাজার লোক
৪ সেপ্টেম্বর ২০১২বিজ্ঞাপন
কিন্তু সিরিয়ায় যাঁরা ইতিমধ্যে স্বজন হারানোর জ্বালা সয়েছেন, কিংবা মৃত্যু যাঁদের দুয়ারে কড়া নাড়ার অপেক্ষায়, তাঁরা খুঁজছেন পালানোর পথ৷ দলে দলে ছুটছেন তুরস্ক, জর্ডান, ইরাক এবং লেবাননের দিকে৷ সেখান থেকে আরো নিরাপদ আশ্রয় ও নিশ্চিন্ত জীবনের আশায় ইউরোপেও পাড়ি জমাচ্ছেন অনেকে৷
এরই মাঝে প্রায় মৃত্যু উপত্যকা হয়ে পড়া জন্মভূমি ছেড়েছেন প্রায় দু লাখ সিরিয়ান৷ আল জামাল পায়ে হেঁটে হেঁটে, ট্রেনে চড়ে তারপর একটা নদী পার হয়ে চলে এসেছেন সুইডেনে৷ স্টকহোমে ঢুকতে পেরে এখন কিছুটা স্বস্তিতে৷ স্বস্তির পাশাপাশি গ্রিস হয়ে নদিপথে সুইডেনে প্রবেশের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাও উঠে এসেছে তাঁর বর্ণনায়, ‘ অতিকষ্টে একটা নদী অতিক্রম করে তীরে উঠতেই একজন বললেন, তুমি ইউরোপে এসে গেছো, এখন আর কেউ কিছু করতে পারবে না৷'
এসিবি / এসবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)