1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি ভবনে হামলা

২ সেপ্টেম্বর ২০১২

দামেস্কের নিরাপত্তা বাহিনীর ভবনের কাছে বোমা হামলা হয়েছে রবিবার৷ এছাড়া গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে৷ এদিকে, লাখদার ব্রাহিমি বলেছেন, পরিস্থিতির পরিবর্তন ‘অপরিহার্য’৷

https://p.dw.com/p/162Hs
A view shows the wreckage after an explosion in Damascus September 2,2012, in this handout photograph released by Syria's national news agency SANA. The explosion hit a neighbourhood in Damascus on Sunday where major military and security compounds are located, residents and Syrian state television said. Damascus residents said the explosion was heard near the army and air force headquarters in Mahdi bin Barakeh neighbourhood in the Abu Rmmaneh district. REUTERS/SANA (SYRIA - Tags: CONFLICT) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের দূত হিসেবে কোফি আনানের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লাখদার ব্রাহিমি৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর দায়িত্ব বুঝে নিবেন৷ তবে তার আগে ব্রাহিমি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সাথে বৈঠক করছেন৷ রবিবার তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান আল-জাজিরা'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘সেখানে পরিবর্তন প্রয়োজন, জরুরি এবং অপরিহার্য৷ জনাব আসাদ সেখানে রয়েছেন এবং বর্তমান সরকারে তিনি প্রেসিডেন্ট৷ কোফি তাঁর সাথে কথা বলেছেন এবং আমি তাঁর সাথে বৈঠক করবো৷ তবে এখনই বলার সুযোগ নেই যে, কে বা কারা থাকবে আর কাদের বিদায় নিতে হবে৷''

এদিকে, রবিবার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে সুরক্ষিত সরকারি ভবনের কাছে দু'টি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ এই ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে৷ সরকারি গণমাধ্যমে তাদের ভাষায় ‘সন্ত্রাসীরা' এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ ঐ ভবনেই প্রতিরক্ষা বাহিনীর কিছু দপ্তর এবং উপ-রাষ্ট্রপতি ফারুক আল-শারা'র দপ্তর অবস্থিত৷

A Syrian Air Force fighter jet launches missiles at El Edaa district in Syria's northwestern city of Aleppo September 1, 2012. REUTERS/Youssef Boudlal (SYRIA - Tags: CONFLICT MILITARY)
ছবি: Reuters

এর আগে, দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়৷ এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে৷ অন্যদিকে, আলেপ্পো, ইদলিব এবং সারজা নগরীতে বিদ্রোহী সেনাদের উপর সরকার বাহিনীর হামলার খবর পাওয়া গেছে৷ যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের পরাস্ত করতে সরকারি বাহিনী হেলিকপ্টার ও বিমান থেকে হামলা চালাচ্ছে৷

সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, সরকারি সৈন্যরা হোমস নগরী থেকে বেশ কিছু সন্ত্রাসীকে পিছু হটতে বাধ্য করেছে, যারা লেবানন থেকে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করছিল৷

এদিকে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এসএনসি তাদের সদস্যপদ বৃদ্ধি এবং কিছু সংস্কার সাধনের ঘোষণা দিয়েছে৷ স্টকহোমে অনুষ্ঠিত এসএনসি'র বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন পরিষদের মুখপাত্র জর্জ সাবরা৷ তিনি বলেন, পরিষদের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে চলতি মাসের শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷ এছাড়া এসএনসি'র সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করা হবে বলেও জানান সাবরা৷

এএইচ / এসি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য