সন্তুষ্টির আভাস
৬ মার্চ ২০১৩তিন দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ এই সফরে বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জিকে স্বাধীনতার সম্মাননা স্মারক দেয়া হয়েছে৷ দেয়া হয়েছে সম্মানসূচক ডি লিট ডিগ্রি৷ বাংলাদেশের জামাইবাবু নড়াইলে সস্ত্রীক তার শ্বশুরবাড়িতে গিয়েছেন৷ সেখানে তাঁকে দেয়া হয়েছে প্রাণঢালা অভ্যর্থনা৷ কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বিএনপি-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তাঁর এই পূর্বনির্ধারিত সফরের প্রথম দুই দিন জামায়াত এবং শেষ একদিন বিএনপি হরতাল পালন করেছে৷
কেন এমন হল? আর এর নেপথ্যেই বা কী আছে? প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের কাছে৷ তাঁর মতে, প্রণব মুখার্জি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের কথা বলেছেন৷ বলেছেন সীমান্ত চুক্তি সংসদে অনুমোদন এবং তিস্তার পানি চুক্তির কথা৷ তবে অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, বাস্তবে কী হবে তা এখনো বলা যাচ্ছেনা৷ কিন্তু ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি তাঁর প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছেন, এটিই অনেক বড় কথা৷
উল্লেখ্য ১৯৭৪ সালের পর ভারতের কোনো রাষ্ট্রপতি এই প্রথম বাংলাদেশ সফর করলেন৷ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরির বাংলাদেশ সফরের ৪০ বছর পর সফর করলেন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷