প্রণবের সফর
৫ মার্চ ২০১৩বাংলাদেশের বন্ধু ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে রাষ্ট্রীয় সম্মান জানিয়েছে বাংলাদেশ৷ তাঁকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান – স্বাধীনতার সম্মাননা স্মারক দেয়া হয়েছে৷ তাঁর হাতে বঙ্গভবনে সোমবার রাতে এই স্মারক তুলে দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্যরা৷ এই সম্মান মাথায় তুলে রাখার কথা বলে প্রণব মুখার্জি বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান৷
এর আগে সোমবার দুপুরের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি লিট ডিগ্রিতে ভূষিত করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ সেই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা প্রণব মুখার্জি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান৷ তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি অনেক দেশের চেয়ে শক্তিশালী৷
ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে৷ আর তিস্তার পানি ও সীমান্তসহ গত ৪ বছরে যে সব চুক্তি হয়েছে সবই বাস্তবায়ন হবে৷
এদিকে সোমবার বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ৷ সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ প্রণব মুখার্জি একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব৷ তিনি আশা করেন, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা অটুট থাকবে৷
তিন দিনের সফর শেষে মঙ্গলবার প্রণব মুখার্জির ভারতে ফেরার কথা৷