প্রকাশ্যে মলত্যাগ করায় শিশু হত্যা
২৭ সেপ্টেম্বর ২০১৯বুধবারের এ ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে বলে জানা গেছে৷
পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থাগুলো জানায়, গত বুধবার এ দুই শিশু মধ্য প্রদেশের শিভপুর জেলায় তাদের দাদার বাড়িতে যাচ্ছিল৷ পথে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে দুর্বৃত্তরা এ অপরাধে তাদের পিটিয়ে আহত করে৷ মারাত্মক আহত শিশু দুটিকে স্থানীয় হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি৷
ভারতের সমাজে দলিত সম্প্রদায় নিম্ন বর্ণের একটি গোষ্ঠী বলে বিবেচিত৷ তাঁদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়ন করা হলেও এখনো তাঁরা নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের শিকার হয়৷
লাখ লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে৷ এ কারণে ভারতের মানুষ মারাত্বক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে৷ অবস্থার উন্নতির চেষ্টা করছে সরকার৷ ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের দাবি, গত কয়েক বছরে দেশটিতে সরকারি উদ্যোগে প্রায় এক কোটি টয়লেট স্থাপন করা হয়েছে৷ আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশটিকে উন্মুক্ত জায়গায় মলত্যাগ বিষয়ক অবস্থা থেকে মুক্ত বলে ঘোষণা করার কথা রয়েছে৷
আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)
গতবছরের নভেম্বরের ছবিঘরটি দেখুন...