1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকাপুঞ্জ আলফা সেন্টরি

১৩ এপ্রিল ২০১৬

ঠিক ঐখানে আলফা সেন্টরি-র অবস্থান৷ পৃথিবীর সবচেয়ে কাছের তারকাপুঞ্জ এটি৷ গবেষণার জন্য সেখানে যান পাঠাতে চান বিজ্ঞানীরা৷ জানতে চান সেখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে কি না৷

https://p.dw.com/p/1IUZl
স্টিফেন হকিংস
ছবি: picture-alliance/dpa/A. Rain

এমনই এক পরিকল্পনার কথা মঙ্গলবার জানালেন রাশিয়ান বিলিওনেয়ার ইউরি মিলনার৷ সঙ্গে ছিলেন ব্রিটিশ কসমোলজিস্ট স্টিফেন হকিং৷

তাঁরা দু’জন যে পরিকল্পনার কথা জানান সেটি বাস্তবায়ন সম্ভব কি না তা নিয়ে গত একবছর ধরে কাজ করছিলেন একদল বিজ্ঞানী৷ তাঁদের দলটির নাম ‘ব্রেকথ্রু স্টারশট'৷ আলফা সেন্টরিতে পাঠানোর জন্য খুবই হালকা এক ধরণের যান তৈরি করবেন এই বিজ্ঞানীরা৷ একে তাঁরা ‘ন্যানোক্র্যাফট' বলে ডাকছেন৷

এই যান প্রতি সেকেন্ডে ৬০ হাজার কিলোমিটার গতিতে মহাকাশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে৷ এই গতিতে যানটির আলফা সেন্টরিতে পৌঁছতে সময় লাগবে ২০ বছর৷ বর্তমানে যেসব যান আছে তা দিয়ে এই পথ পাড়ি দিতে সময় লাগবে ৩০ হাজার বছর৷ বেশ কয়েকটি ন্যানোক্র্যাফট তৈরি করবেন বিজ্ঞানীরা৷

মিলনার বলেন, পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে তিনি ১০০ মিলিয়ন ডলার দেবেন৷ তবে পরিকল্পনাটি পুরো বাস্তবায়নে ১০ বিলিয়ন ডলারের মতো প্রয়োজন হতে পারে৷ এক্ষেত্রে বিজ্ঞানীদের বেশি কিছু সমস্যার সমাধান করতে হবে৷

প্রকল্পের সঙ্গে জড়িত হওয়ার কারণ প্রসঙ্গে হকিং বলেন, ‘‘...কারণ আমরা মানুষ এবং আমাদের স্বভাব হচ্ছে উড়ে বেড়ানো৷''

ফোর্বস ম্যাগাজিনের হিসাবে মিলনারের সম্পদের পরিমাণ ২.৯ বিলিয়ন ডলার৷ তিনি ফেসবুকের অন্যতম বিনিয়োগকারী৷ ফেসবুকের মার্ক জাকারবার্গও (বানানভেদে সাকারবার্গ) এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছেন৷

এর আগে গতবছর জুলাইতে মিলনারের আরেকটি প্রকল্পে জড়িত হয়েছিলেন হকিং৷ এর মাধ্যমে বুদ্ধিমান এক্সট্রাটেরেস্ট্রিয়াল প্রাণের সন্ধান করা হচ্ছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)