পুলিশি জেরার মুখে বেলারুশের নোবেলজয়ী সাহিত্যিক
২৫ আগস্ট ২০২০৯ আগস্টের ‘বিতর্কিত’ নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরোধীরা কোঅর্ডিনেশন কাউন্সিল নামের একটি প্লাটফর্ম গড়ে তোলেন৷ সেটিরই সদস্য বেলারুশের সবচেয়ে বিখ্যাত লেখক স্ভেতলানা আলেক্সিয়েভিচ৷ ২০১৫ সালে তিনি সাহিত্যে নোবেল জেতেন৷
অবশ্য কাউন্সিলের বৈঠকে কখনও অংশ নেননি ৭২ বছর বয়সি এ লেখক৷ এমনকি করোনা মহামারির মধ্যে বাসা থেকেও খুব একটা বের হতেন না তিনি৷
বিরোধীদের দমন
কোঅর্ডিনেশন কাউন্সিলের দুই সদস্যকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে৷ রাজধানী মিনস্ক থেকে ওলগা কোভালকোভা এবং সের্গেই দিলেভস্কিকে গ্রেপ্তার করে পুলিশ৷
বর্তমানে প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ায় আশ্রয় নেয়া লুকাশেঙ্কোর প্রধান বিরোধী স্ভিয়াতলানা টিকানোস্কায়ার অন্যতম সহযোগী ছিলেন কোভালকোভা৷ অন্যদিকে দিলেভস্কি পেশায় একজন ট্রাক্টর নির্মাণ কর্মী হলেও লুকাশেঙ্কোবিরোধী ধর্মঘটে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন৷ এই দুজনের বিরুদ্ধে বেআইনীভাবে ধর্মঘট ডাকার অভিয়োগ আনা হয়েছে৷
সংগঠনের আরেক সদস্য লিলিয়া ভ্লাসোভা সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা চাপের মুখে রয়েছি৷ কাউন্সিলের প্রেসিডিয়াম কমিটির দুজন সদস্যকে আটক করা হয়েছে৷ আমরা কর্তৃপক্ষের এমন আতরণকে বেআইনি মনে বিবেচনা করি৷’’
পরবর্তীতে একটি শিল্প পার্কে ধর্মঘটে নেতৃত্ব দেয়া আলেক্সান্ডার লাভরিনোভিচকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে৷
মার্কিন কূটনীতিকের সঙ্গে টিকানোস্কায়ার বৈঠক
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলারুশের বিরোধী নেত্রী টিকানোস্কায়া৷ বৈঠক শেষে বেলারুশে ঘটে চলা ‘মানবাধিকার লঙ্ঘন এবং দমনপীড়নের তীব্র নিন্দা’ জানান বিগুন৷ তবে একই সঙ্গে ‘মার্কিন যুক্তরাষ্ট্র বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে না, বেলারুশের জনগণই কী ঘটবে তা নির্ধারণ করবে' বলেও মন্তব্য করেন তিনি৷
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের সাম্প্রতিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্ষমতা হস্তান্তর আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে৷ ইউক্রেন সফরে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস লুকাশেঙ্কোকে ‘সহিংসতার আশ্রয় না নিয়ে বিক্ষোভকারীদের অধিকার নিশ্চিত’ করার আহ্বান জানিয়েছেন৷
এদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে লুকাশেঙ্কোর ফোনে কথা হয়েছে৷ কোনো ধরনের ‘উসকানি’ না দেয়ায় বিক্ষোভকারীদের এবং ‘সঠিক ব্যবহারের’ জন্য আন্দোলনকারীদের প্রশংসা করেন পেসকভ৷
এডিকে/কেএম (এপি, এএফপি, রয়টার্স)