1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

৪ অক্টোবর ২০২৩

চট্টগ্রামে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে দুদকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে৷ গতরাতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লাকে গ্রেপ্তার করেছিল চান্দগাঁও পুলিশ৷

https://p.dw.com/p/4X6LV
ঢাকা মেডেক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে একটি অ্যাম্বুলেন্স
(ফাইল ছবি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পর চিকিৎসক মো. শহিদুল্লাকে মৃত ঘোষণা করেন ছবি: Md. Kamruzzaman/AA/picture alliance

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘তিনি আদালতে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল৷ রাতে দুইজন অফিসার শহিদুল্লাকে তার বাড়ির কাছে আটক করে থানায় নিয়ে যান৷ থানায় আসার পর তিনি বুকে ব্যথার কথা বলেন৷ পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কল করে৷’’ প্রথমে তাকে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরের চমেকে স্থানান্তরিত করা হয়৷ সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ পরিবারের সদস্যরা জানান, ৭-৮ বছর আগে শহিদুল্লার বাইপাস সার্জারি হয়েছিল৷

শহিদুল্লার আত্মীয় সালাউদ্দিন শিমুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘পুলিশ গ্রেপ্তারের আগে আমাদের কাছে এ ধরনের কোনো ওয়ারেন্ট বা অভিযোগের কোনো খবর ছিল না৷ সিভিল ড্রেসের পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং আটকের সময় হাতাহাতি হয়৷ তিনি একজন হার্টের রোগী ছিলেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছিল৷ আমরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত দাবি করছি৷''

দুদকের সাবেক কর্মকর্তা মো. শহিদুল্লার মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে৷ ম্যাজিস্ট্রেটের পরিদর্শন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷

এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান