1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের দিকে পানি যেতে দেবে না ভারত

২২ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তানের দিকে বয়ে চলা নদীর পানির প্রবাহ বন্ধ করে দেবে ভারত৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জের ধরে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত৷

https://p.dw.com/p/3Dr2P
ছবি: picture-alliance/ZUMAPRESS/PPI

বৃহস্পতিবার ভারতের পানিসম্পদমন্ত্রী নীতিন গড়কড়ি এই তথ্য জানিয়েছেন৷ বেশ কয়েকটি টুইটে নীতিন উল্লেখ করেন, ‘‘আমাদের সরকার পাকিস্তানের দিকে যাওয়া নদীর পানির প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ পূর্বাঞ্চলীয় নদীগুলো থেকে পানির প্রবাহ ঘুরিয়ে নিয়ে তা জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের দিকে নিয়ে যাওয়া হবে৷''

পানিসম্পদমন্ত্রী আরো বলেন, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু নদীর পানির প্রবাহ মুখ ঘুরিয়ে নেওয়া হবে৷ টুইটে তিনি উল্লেখ করেন, ইতোমধ্যেই ইরাবতী নদীর উপর বাঁধ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে৷ ‘‘আমাদের ভাগের বাকি দুটি নদীর উপরও বাঁধ দিয়ে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে৷ সবকটি প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে৷''

১৯৬০ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত সিন্ধু চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান মোট ছয়টি নদীর পানি ভাগাভাগি করে৷ এর মধ্যে তিনটি নদীর সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের হাতে৷ সেই তিনটি নদী ইরাবতী, বিপাশা এবং শতদ্রু৷ অন্য দুই নদী ঝিলম ও চন্দ্রভাগা পাকিস্তানের দিকে৷ এছাড়া সিন্ধু নদের পানির সম্পূর্ণ অধিকারও পাকিস্তানের৷ 

এদিকে পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পানি প্রবাহের বন্ধের সিদ্ধান্ত পুরোপুরিই ভারতের৷ পানিসম্পদমন্ত্রী খাজা সুমাইল বলেছেন, ‘‘তাদের দিককার তিন নদীর পানি প্রবাহ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন নই৷ এতে সিন্ধু চুক্তিও ভঙ্গ হবে না৷'' তিনি আরও বলেন, গড়কড়ির টুইটে চিন্তিত হওয়ার কিছু নেই৷ 

তবে ২০ কোটি জনগোষ্ঠীর কৃষিভিত্তিক এই দেশে পানি প্রবাহ বন্ধ হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পাকিস্তানের বিশেষজ্ঞরা৷ উল্লেখ্য, ১৯৪৭ সালের দেশ বিভাগের পর ভারত-পাকিস্তানে তিনটি বড় যুদ্ধ হলেও সিন্ধু পানিচুক্তি অব্যাহত ছিল

এদিকে ভারতীয় গোয়েন্দারা দাবি করছেন, কাশ্মীরে ফের বড় ধরনের হামলা চালাতে পারে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের জঙ্গিরা৷ তাই সতর্কতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

এফএ/জেডএইচ (রয়টার্স, এএফপি)