পাকিস্তানের ট্রেনে আগুন, মৃত ৭৪
৩১ অক্টোবর ২০১৯‘তেজগাম' পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ট্রেন৷ বৃহস্পতিবার সেই ট্রেনটি লাহোরের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ সেখানে একটি ধর্মীয় উৎসবে যোগদান করতে যাচ্ছিলেন যাত্রীরা৷ সেই ট্রেনেই একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭৪জন৷ পুলিশসূত্র বলছে, বাড়তে পারে মৃতের সংখ্যা৷
তেজগামসহ পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে কোনো ধরনের দাহ্য পদার্থ বহন করা নিষেধ৷ এছাড়া, ট্রেনের ভেতর আগুন ধরানোও নিষেধ৷ তবুও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ট্রেনে দু'টি সিলিন্ডার নিয়ে ওঠেন একদল যাত্রী৷ শুধু তাই নয়, সকালের নাস্তা বানানোর জন্য বৃহস্পতিবার সকালে সেই সিলিন্ডারের সাহায্যে একটি চুলা ধরান তারা৷ সেই চুলা থেকে আগুন চলকে সিলিন্ডারের গায়ে লাগলে সেটি ফেটে যায়৷ ট্রেনের তিনটি কামরা মুহূর্তে উড়ে যায়, আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের বাকি অংশেও৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাণে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন অনেকে৷ তার মধ্যে বেশ কিছু মানুষের গায়ে ততক্ষণে আগুন ধরে গেছে৷ ঘটনায় আহত হন শতাধিক ব্যক্তি৷ কোনো ধরনের চোট ছাড়া প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন হাতেগোনা কয়েক জন৷
সেনাবাহিনী ও দমকল বিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ আহতদের নিকটবর্তী বাহাওয়ালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা আলি নওয়াজ জানান, উড়ে যাওয়া তিনটি কামরার মধ্যে দুটি ছিল ইকোনোমি ক্লাসের৷ অন্যটি ছিল বিজনেস ক্লাসের৷ সেই ট্রেনে ছিলেন দুশ’র বেশি যাত্রী ৷ ৭৪টি মৃতদেহ শনাক্ত করা গেলেও বাকি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি৷
চলতি বছরেই পাকিস্তানে দ্বিতীয় রেল দুর্ঘটনা এটি৷ এর আগে জুলাই মাসে একটি ঘটনায় মারা যান ২৩ জন৷
এসএস/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)