জার্মানিতে ট্রেন সংঘর্ষ, নিহত ১০
৯ ফেব্রুয়ারি ২০১৬পুলিশের মুখপাত্র স্টেফান সনটাগ বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ‘‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রোজেনহাইম ও হোলৎসকির্শেন-এর মধ্যে চলাচলকারী দু'টি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷'' গত কয়েক বছরের মধ্যে ঐ অঞ্চলে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানান তিনি৷
নিহতদের মধ্যে দুই ট্রেনের চালক থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ৷ ট্রেন দুটিতে প্রায় দেড়শ যাত্রী ছিলেন৷
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও বাভারিয়ার মুখ্যমন্ত্রী হোর্স্ট জেহোফার দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
পনেরটি হেলিকপ্টার ব্যবহার করে আহত যাত্রীদের আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ, প্যারামেডিকস, দমকল ও রেডক্রস কর্মীদের নিয়ে প্রায় ৫০০ সদস্যের ঊদ্ধার দল গঠন করা হয়৷
বাভারিয়া রাজ্যের বাড আইব্লিং এলাকায় এই ঘটনা ঘটে৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)