পাকিস্তানে সাবেক গভর্নরের হত্যাকারীর ফাঁসির রায়
১ অক্টোবর ২০১১গত ৪ জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর এবং ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি-র অন্যতম নেতা সালমান তাসির নিহত হন তাঁরই দেহরক্ষীর গুলিতে৷ ঘটনার পরপরই দেহরক্ষী মালিক মুমতাজ হুসাইন কাদরিকে আটক করা হয়৷ পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেন কাদরি৷ তিনি জানান, ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষ নেওয়ায় সালমান তাসিরকে হত্যা করেছেন তিনি৷ উল্লেখ্য, পাকিস্তানে ব্লাসফেমি আইনের সংস্কারের পক্ষে জোরালো কণ্ঠ ছিলেন সালমান তাসির৷ এছাড়া তালেবান এবং ধর্মীয় চরমপন্থীদের বিরুদ্ধে তিনি ছিলেন বরাবরই সোচ্চার৷
সালমান তাসিরের হত্যাকাণ্ডের রায় দেওয়া হয় রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে৷ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো এই আদালতের বিচারক সালমান তাসিরের হত্যাকারী মালিক মুমতাজ হুসাইন কাদরিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন৷ একই সঙ্গে তাকে দুই লাখ রুপি জরিমানা করা হয়েছে বলে কাদরির আইনজীবী সুজা উর রহমান জানান৷ তবে কাদরি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে বলে জানা গেছে৷
এদিকে এই রায়ের সময় কাদরির সমর্থনে প্রায় হাজার খানেক মানুষ কারাগারের বাইরে বিক্ষোভ করে৷ তারা সালমান তাসিরের হত্যাকারীর মুক্তি দাবি করে৷ এক পর্যায়ে তারা সেখানকার রাস্তা আটকে দেয়৷
এদিকে আফগানিস্তানের পক্ষ থেকে নতুন এক চাপ আসলো পাকিস্তানের ওপর৷ আত্মঘাতী হামলায় সাবেক প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রব্বানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানের কোয়েটাতে, এমন তথ্য জানিয়েছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস৷ শনিবার এক সংবাদ সম্মেলনে এনডিএস এর মুখপাত্র লুতফুল্লাহ মাশাল জানিয়েছেন, ইতিমধ্যে তারা এই তথ্য পাকিস্তানের কর্তৃপক্ষকে জানিয়েছেন৷ কোয়েটার একটি উপশহরে রব্বানিকে হত্যার চক্রান্ত করেছিলো তালেবান নিয়ন্ত্রিত কোয়েটা শুরা৷ মাশাল আরও জানান, রব্বানিকে হত্যার পর গ্রেফতার হওয়া সন্দেহভাজন জড়িতদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে৷ দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী এখন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পাকিস্তানের৷
পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোয়েটাতে তালেবান গোষ্ঠীর কোন শুরার অস্তিত্ব নেই বলে দাবি করে আসছে৷ আফগান গোয়েন্দা সরকারের নতুন তথ্য এখন তাদের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে তুললো৷ উল্লেখ্য, গত মাসে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও শান্তি প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী বোরহান উদ্দিন রব্বানী৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই