পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩৩
৭ জুন ২০২১সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, কর্তৃপক্ষ৷ স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটির মিল্লাত এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হলে প্রথম ট্রেনটি লাইনচ্যুত হয়ে ডাউন ট্র্যাকে চলে যায়৷ ট্রেনে প্রায় এক হাজার যাত্রী ১০০ জন যাত্রী ছিল৷
পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ এপি নিউজকে জানান, পুলিশ, উদ্ধারকর্মী ও গ্রামবাসীরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন৷ আবদুল্লাহ বলেন, "আটকা পড়া যাত্রীদের দ্রুত উদ্ধার করাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ৷'' প্রায় ১৫-২০ জন যাত্রী সেসময় পর্যন্ত আটকা পড়ে আছে বলে জানায় কর্তৃপক্ষ৷
টিভি চ্যানেলগুলোতে আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা গেছে৷ পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার কয়েক ঘন্টা পরেও আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য কোনও ভারী যন্ত্রপাতি পাওয়া যায়নি৷
উদ্ধার কাজে সেনাসদস্যরাও যোগ দিয়েছে৷ পাকিস্তানি চ্যানেল জিও নিউজকে একজন জানিয়েছে, কমপক্ষে ১০০ জন আহত হয়েছে এবং উদ্ধার কাজের সময় অন্তত ৩০ টি মৃতদেহ দেখেছেন তিনি৷
১৯৯৯ সালে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী একটি ট্রেনে আগুন লাগায় কয়েক ডজন যাত্রী মারা যায়৷ করাচিতে ২০১৬ সালে ট্রেন সংঘর্ষে নিহত হন ২১ জন যাত্রী ৷ সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে রেললাইন এবং সিগন্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণের দিকে তেমনভাবে নজর দেওয়া হয়নি৷
এনএস/কেএম(এপি, রয়টার্স)