1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো লাশের মিছিল

১১ জানুয়ারি ২০১৩

বালুচিস্তানে তিন দিন ধরে চলবে শোক৷ পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, কারণ, এক আত্মঘাতী বোমা হামলায় কোয়েটায় মারা গেছে কমপক্ষে ৮২ জন৷ আর সারাদেশে এক দিনে মারা গেছে কমপক্ষে ১১৫ জন৷

https://p.dw.com/p/17HqP
QUETTA, Dec. 30, 2012 A man transfers an injured woman to a hospital in southwest Pakistan's Quetta, Dec. 30, 2012. At least four people were killed and 15 others injured when a bomb hit a convoy of three buses carrying pilgrims in Pakistan's southwest district of Mastung on Sunday morning, according to local media and officials. (Xinhua/Mohammad)..****Authorized by ytfs
ছবি: picture alliance/ZUMA Press

বৃহস্পতিবার বালুচিস্তানের রাজধানী কোয়েটার এক স্নুকার ক্লাবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮২ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে৷ এলাকাটি শিয়া অধ্যুষিত৷ স্নুকার ক্লাবে যাঁরা ছিলেন তাঁদের প্রায় সবাই-ই শিয়া মুসলমান৷ ধারণা করা হচ্ছিল হামলার পেছনে কোনো সুন্নি উগ্রপন্থী সংগঠন থাকতে পারে৷ পরে জানা গেছে যায় হামলা চালিয়েছে লস্কর-ই-জাংভি নামের একটি সংগঠন৷ স্থানীয় এক সংবাদ পত্রের কার্যালয়ে ফোন করে ওই সংগঠনটি হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ পাকিস্তানের জনসংখ্যা ১৮ কোটির মতো৷ মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ শিয়া৷ পাকিস্তানে তাঁদের ওপর এমন হামলা অবশ্য নতুন কিছু নয়৷ তবে এক হামলায় এত প্রাণহানির ঘটনা খুব কমই ঘটেছে৷

Police officials and civilians gather at the scene of a bomb explosion in Quetta January 10, 2013. At least 12 people, including a child and two security personnel, were killed and 30 others injured in a blast that took place near Quetta's Bacha Khan chowk on Thursday, local media said. REUTERS/Naseer Ahmed (PAKISTAN - Tags: CIVIL UNREST POLITICS)
বালুচিস্তানের রাজধানী কোয়েটার এক স্নুকার ক্লাবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮২ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেছবি: Reuters

বৃহস্পতিবার দিনটি সাম্প্রতিক সময়ের মধ্যে খুব ভয়াবহ এক দিন ছিল পাকিস্তানের জন্য৷ কোয়েটার স্নুকার ক্লাবে দু-দুটো আত্মঘাতী হামলার ওই ঘটনার বাইরে আরো কিছু হামলা হয়৷ কেয়েটাতেই সামরিক বাহিনীর গাড়ির নীচে পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছেন ১১ জন৷ এছাড়া, সোয়াত উপত্যকায় মুসল্লিদের এক জমায়েতে চালানো বোমা হামলায় ২২ জন মারা গেছে বলে খবর৷ সব মিলিয়ে একদিনেই কমপক্ষে ১১৫ জন মারা গেছে পাকিস্তানে৷ ২০১১ সালের ১৩ই মে ভয়াবহ এক বোমা হামলায় পুলিশের এক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মারা গিয়েছিল ৯৮ জন৷ বৃহস্পতিবার অবশ্য পাকিস্তানের মানুষকে তার চেয়েও বড় লাশের মিছিল দেখতে হলো৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য