1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে আবার নিষিদ্ধ টিকটক

১২ মার্চ ২০২১

পেশোয়ার হাইকোর্টের রায়ের পর পাকিস্তানে আবার নিষিদ্ধ করা হলো চীনা অ্যাপ টিকটক। আদালতের মতে, টিকটকের অনেক ভিডিও পাক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

https://p.dw.com/p/3qWAp
পাকিস্তানে দ্বিতীয়বার নিষিদ্ধ হলো টিকটক।ছবি: picture-alliance/dpa/J. Kalaene

এই নিয়ে দ্বিতীয়বার পকিস্তানে নিষিদ্ধ করা হলো চীনা অ্যাপ টিকটক। পেশোয়ার আদালত রায় দেয়, টিকটকে আপলোড করা অনেক বিষয়ই অনৈতিক ও পাকিস্তান সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এরপরই পাক প্রশাসন রেগুলেটরকে নির্দেশ দেয় যে, অবিলম্বে সব সার্ভিস প্রোভাইডারকে বলে টিকটক বন্ধ করে দিতে হবে। এই চীনা অ্যাপ লাদাখ-সংঘর্ষের পর ভারতেও নিষিদ্ধ।

পাকিস্তানের দুই আইনজীবী টিকটকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, টিকটকে যে ভিডিও আপলোড করা হয়, তা অনৈতিক ও পাকিস্তানের নৈতিক মূল্যবোধ ও মাপদণ্ডের সঙ্গে খাপ খায় না। আদালত তাদের যুক্তি মেনে নিয়েছে।

টিকটক অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা জানিয়েছে, টিকটক সবসময়ই সৃজনশীলতাকে উৎসাহ দিয়েছে। আপত্তিকর পোস্ট তারা সরিয়ে দেয়। তার জন্য উপযুক্ত মেকানিজম তাদের আছে।

TikTok
পাকিস্তানে এই চীনা অ্যাপ যথেষ্ট জনপ্রিয়। ছবি: picture-alliance/dpa/Jiji Press/Y. Kurose

প্রথম নয়

পাকিস্তানে এর আগেও টিকটক নিষিদ্ধ করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার তা নিষিদ্ধ হলো।

২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তখন এই নিষেধাজ্ঞা কয়েক দিন চলে। টিকটক প্রতিশ্রুতি দিয়েছিল, অশ্লীল ও অনৈতিক পোস্ট যারা দিচ্ছে, তাদের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।

একই বছরে ইউ টিউবকেও আপত্তিকর ভিডিও সরিয়ে দেয়ার নির্দেশ দেয় পাকিস্তান টেলিকম অথরিটি।

জিএইচ/এসজি(এপি, এএফপি)