পাকিস্তান সফরে মার্কিন সেনেটর কেরি
১৬ মে ২০১১আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের পাকিস্তানে বহাল তবিয়তে বসবাস এবং মার্কিন বিশেষ অভিযানে তাকে হত্যার পর থেকেই মার্কিন-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন চলছে৷ বিশেষ করে এই বিষয়টিকে সামনে রেখেই অনুষ্ঠিত হচ্ছে মার্কিন সেনেটর জন কেরির পাকিস্তান সফর৷
কেরি পাকিস্তানে সফর শুরুর আগে আফগানিস্তান সফর করেন৷ তিনি রবিবারে ইসলামাবাদে পৌঁছান৷ বিন লাদেনকে যে ধরণের কমান্ডো অভিযানে হত্যা কার হয়েছে, ঐ ধরণের আর কোন কমান্ডো অভিযানের পুনরাবৃত্তি এবং চরমপন্থীদের ওপরে চালকবিহীন বিমান হামলা অবশ্যই বন্ধ করতে হবে, পাকিস্তান পার্লামেন্ট এই কথা বলার পরপরই কেরি ইসলামাবাদে পৌঁছান৷ আল কায়েদা নেতার মৃত্যুর পরে কোন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার এটাই প্রথম পাকিস্তান সফর৷
এদিকে পাকিস্তান সফরে রওনা হবার আগে কাবুলে কেরি সাংবাদিকদের বলেন, পারমাণবিক অস্ত্রধর মিত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ‘সংকট কাল' চলছে৷ মার্কিন সেনেটর বলেন, ‘‘এই অবস্থা থেকে বের হয়ে সম্ভব হলে সামনে এগিয়ে যাবার পথ খুঁজছি আমরা৷'' কেরি বলেন, তিনি পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করবেন৷ তবে ইসলামাবাদের খুব কাছে আল কায়েদা নেতার বসবাসের বিষয়টি আবিষ্কৃত হবার পরে আলোচনার সময়ে ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমাধান করতে হবে৷'
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সেনেটর কেরির৷ তবে এরই মধ্যে কেরি ইসলামাবাদে পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানির সাথে বৈঠক করেছেন৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন