ওয়াশিংটনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিল পাকিস্তানের সংসদ
১৪ মে ২০১১ওয়াশিংটন না দেশবাসী – ঠিক কার উদ্দেশ্যে এই বার্তা?
সরকার ও সংসদের নির্বাচিত প্রতিনিধিরা সত্যি বেশ অসহায় বোধ করছেন৷ আজ সংসদের উভয় কক্ষ যৌথভাবে মার্কিন ড্রোন হামলা বন্ধ করার ডাক দিয়েছে এবং ভবিষ্যতে গোপন একতরফা অভিযান গ্রহণযোগ্য নয় বলে বিবৃতি দিয়েছে৷ সেইসঙ্গে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে ন্যাটোর জন্য রসদ সরবরাহ বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে৷ আজ সংসদে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান সুজা পাশা৷ তিনি বলেন, বিন লাদেনের হত্যা অভিযানের ফলে দেশে যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে, তার ফলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত৷ সংসদ কিন্তু সামরিক বাহিনী ও আইএসআই'এর প্রতি পূর্ণ আস্থা দেখিয়েছে৷ অর্থাৎ নিজেদের মধ্যে জটিল সম্পর্ক ভুলে আজ পাকিস্তানের ক্ষমতাকেন্দ্রের এই তিন শক্তি প্রকাশ্যে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার চেষ্টা করেছে৷ কিন্তু এমন আনুষ্ঠানিক বিবৃতির ফলে দেশের মানুষ কতটা সন্তুষ্ট হবে বা ওয়াশিংটন কতটা সতর্ক হবে, তা বলা কঠিন৷
কার্যকর পদক্ষেপের সম্ভাবনা
সমস্যাটা আজকের নয়৷ পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার ফল ভালো হবে না – প্রকাশ্যে এমন হুমকি আগেও অনেকবার শোনা গেছে৷ অথচ বাস্তবে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তের অন্যদিকে ক্রমাগত ড্রোন হামলা চালিয়ে গেছে, যা পাকিস্তানের শাসক শ্রেণীর প্রচ্ছন্ন সমর্থন ছাড়া সম্ভব নয়৷ গতকাল, অর্থাৎ শুক্রবারও হামলা হয়েছে৷ বিন লাদেনের হত্যার প্রতিশোধ নিতে গতকালই তালেবানের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন তরুণ, যারা নিরাপত্তা বাহিনীতে কাজ শুরু করতে যাচ্ছিল৷ ওয়াশিংটন ও তালেবান – দুই পক্ষই চাপের মুখে রেখেছে পাকিস্তানের অস্পষ্ট শাসন কাঠামোকে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মতে, ভবিষ্যতে এমন সংকট এড়াতে ভারত, অ্যামেরিকা ও আফগানিস্তান সংক্রান্ত নীতি শুধুমাত্র নির্বাচিত বেসামরিক নেতাদের হাতে ছেড়ে দিতে হবে৷ সেনাবাহিনী বা আইএসআই'এর হস্তক্ষেপ সেখানে খাটবে না৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী