পাঁচ মাস টাকা পান না ক্রিকেটাররা, কী বললেন পাকিস্তানের কোচ
৩১ অক্টোবর ২০২৩ছয়টি ম্যাচের মধ্য়ে পাকিস্তান চারটিতে হেরেছে। জিতেছে মাত্র দুইটিতে। সেমিফাইনালে যাওয়া অনিশ্চিত। এই অবস্থায় নতুন বিতর্ক পাকিস্তানের টিমকে নিয়ে। বার্তা সংস্থা এএফপি পাকিস্তানের তিনজন প্লেয়ারের সঙ্গে কথা বলে জানিয়েছে, তারা টাকা পাচ্ছেন না।
কিন্তু পাকিস্তানের কোচ ব্র্যাডবর্ন এই অভিযোগ ঝেড়ে ফেলে দিয়ে বলেছেন, ''পুরো দল যাবতীয় ব্যর্থতা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। টিমকে নিয়ে নানান কথা উঠছে। কিন্তু পাকিস্তানের জাতীয় দলে খেলা ও তার সঙ্গে জড়িত থাকাটাই সম্মানের, মর্যাদার।''
পাকিস্তানের কোচের বক্তব্য, ''আমরা মাঠে আমাদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যে বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, তার উপরই আমরা ফোকাস করতে চাইছি। পাকিস্তানে এই টিমকে ঘিরে বিরাট প্রত্যাশা আছে। আমরা পুরো দেশকে গর্বিত করতে চাইছি।''
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চুক্তিপত্র ভারতে পাঠানো হয়েছিল। পাকিস্তানের ক্রিকেটাররা তাতে সই করেছেন। এর ফলে তাদের টাকা দেয়ার রাস্তা খুলে গেছে।
কোচ বলেছেন, ''বিশ্বকাপে আমরা এমন একটা জায়গায় আছি, যা আমরা কখনোই চাইনি। ভাগ্য আমাদের প্রতি প্রসন্ন ছিল না। এখন আমরা গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জিততে চাই। আমাদের সেমিফাইনালে খেলার আশা এখনো আছে। আমরা ভাগ্যের সহায়তাও চাই।''
'বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছি'
ব্র্যাডবার্ন বলেছেন, তিনি বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। টাইগাররা ছয়টির মধ্যে পাঁচটিতে হেরেছে, মঙ্গলবার হারলে তাদের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। কিন্তু বংলাদেশ কঠিন প্রতিপক্ষ।
তিনি জানিয়েছেন, ''বাংলাদেশে খুব ভালো কিছু ক্রিকেটার আছেন। তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুত।''
ইনজামামের ইস্তফা
পাকিস্তানে নির্বাচক কমিটির প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন ইনজামাম উল হক। পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচের একদিন আগে তার এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে কম আলোচনা হচ্ছে না। তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট হিসাবে কাজ করা একটি কোম্পানির সঙ্গে ইনজামামের সম্পর্ক আছে বলে অভিযোগ। সেই পরিপ্রে৭িতে তিনি ইস্তফা দিয়েছেন।
জিএইচ/এসজি (এএফপি)