1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু বিদ্যুতের বিকল্প ভাবতে হবে: জাকারিয়া

১৮ জুলাই ২০১১

বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে ব্যাপক বিতর্ক চলছে৷ বিদ্যুৎ সংকট নিরসনে সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেও আন্তর্জাতিক মহল থেকে এই বিষয়ে আপত্তি রয়েছে৷

https://p.dw.com/p/11y9v
ফুকুশিমার ঘটনার পর পরমাণু বিদ্যুৎ নিয়ে সংশয় বাড়ছেছবি: AP

সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে জার্মান উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল সেদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেন৷ জার্মানিও পরমাণু বিদ্যুৎ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে৷ আগামী কয়েক বছরের মধ্যে জার্মানির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে৷ বাংলাদেশ বিষয়ক জার্মান সংগঠন বিএসইজেড এর প্রধান গোলাম আবু জাকারিয়া মনে করেন, পরমাণু বিদ্যুৎ নয়, বাংলাদেশের সরকারের উচিত বিকল্প জ্বালানি নিয়ে কাজ করা৷ বিশেষ করে সৌরশক্তি ব্যবহার করে গ্রামাঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটানো যেতে পারে৷

জাকারিয়া জানান, বাংলাদেশে সৌর বিদ্যুৎ এবং বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা প্রয়োজন৷ জার্মানি এই বিষয়ে সহায়তা করতে পারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান