পদ্মা সেতু
১৫ ফেব্রুয়ারি ২০১২পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত রেখেছে৷ আর এনিয়ে ব্যাপক টানাহেঁচড়ার পর বাংলাদেশ সরকার ২১শে ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে৷ ওই চুক্তি হলে বিশ্বব্যাংকের পরির্তে সেতু নির্মাণে অর্থ এবং কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া৷ তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে এখনো সরকারের আলোচনা চলছে৷ বিশ্বব্যাংক নিজে থেকেই চুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিয়েছে৷ তবে এই দীর্ঘসূত্রিতায় সরকার ক্ষুব্ধ৷ তার মতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব-পিপিপি'র আওতায় এই সেতু নির্মাণ কঠিন৷ এতে খরচ অনেক বেড়ে যাবে৷
মুহিত বলেন, পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে ২১শে ফেব্রুয়ারি চুক্তি হবে বলে শোনা গেলেও এব্যাপারে তিনি কিছু জানেন না৷ তিনি বলেন, এটি যদি সমঝোতা স্মারক হয় তাহলে কোন অসুবিধা নেই৷ কিন্তু পূর্ণাঙ্গ চুক্তি করতে হলে তার আগে অবশ্যই বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে৷
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের দেয়ার কথা ছিল ১২০ কোটি মার্কিন ডলার৷ এছাড়া জাইকা, এডিবি এবং আইডিবিরও এই সেতু প্রকল্পে অর্থায়নের কথা ছিল৷ কিন্তু এখন বাংলাদেশ বিকল্প অর্থায়নের দিকেই যাচ্ছে৷ আর মালয়েশিয়ার পর চীনও এখন পদ্মা সেতু প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক