পদ্মা সেতু প্রকল্প
২৪ জুলাই ২০১২এরই মধ্যে অনেক ক্ষতি হয়েছে৷ সবচেয়ে বড় ক্ষতি হল পদ্মা সেতু নির্মাণ পিছিয়ে গেছে৷ কিন্তু শেষ পর্যন্ত সরকার যে মূল বিষয়টি বুঝতে পারছে, সেটাই আশার কথা৷ অর্থনীতিবিদ এবং সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে জানান, বিশ্ব ব্যাংক ছাড়া অন্য কোনো উৎস থেকে অর্থ নিয়ে পদ্মা সেতু নির্মাণ ঝুঁকিপূর্ণ৷ সরকার শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ব ব্যাংকের প্রস্তাব এবং পদ্ধতি মানতে রাজি হয়েছে৷ যা ঐ ঋণ পুনর্বিবেচনায় সহায়তা করবে৷
তিনি বলেন, দেরিতে হলেও দুর্নীতির জন্য যাকে দায়ী করা হয় সেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও পদত্যাগ করেছেন৷ যা সরকারের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে সরকারের গভীর আগ্রহই প্রমাণ করে৷ তাঁর মতে, এটি বিশ্ব ব্যাংক নিশ্চয়ই বিবেচনা করবে৷
ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে শেষ পর্যন্ত অর্থায়ন করুক বা না করুক আমাদের দেশের ভাবমূর্তির জন্যই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত৷ আর ব্যক্তির দায় কখনও রাষ্ট্রের নেয়া ঠিক নয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ