1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্যাতনের একমাস পরে পুলিশ আসাও সুখবর!

৫ অক্টোবর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রকাশের পরই প্রশাসন টের পেলো৷ এবার টের পেলো ঘটনার একমাস পরে!

https://p.dw.com/p/3jQwI
ছবি: picture-alliance/F. May

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়েছিল একমাস আগে৷ বর্বরোচিত নির্যাতনের সেই দৃশ্যের ভিডিও একমাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷ এতদিনে স্থানীয় প্রশাসনও জানতে পারে এলাকায় মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন এক গৃহবধূ৷ জানার পর তৎপর হয়ে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং ৩৭ বছর বয়সি নির্যাতিতাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয় পুলিশ৷ 

ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, বসত ঘরে ঢুকে এক নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করছে, মারধর করছে৷ ওই নারী নির্যাতন না করার আকুতি জানানোয় তার মুখে পা চেপে ধরা হচ্ছে৷ ওই নারীর পরিবারের পাশে তখন কেউ দাঁড়ায়নি৷ কেউ বাধা দেয়নি পাষণ্ডদের৷ পাষণ্ডগুলো এতদিন এলাকায় ঘুরে বেড়িয়েছে৷ কেউ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস করেনি৷ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রাম কি সন্ত্রাসীদের অভয়ারণ্য?

Ashish Chakraborty
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন তৎপর হয়েছে- এমন অনেক ঘটনারই উল্লেখ করা যাবে৷ রাজন হত্যা থেকে শুরু করে গতমাসে পিরোজপুরে ছেলের বউকে নির্যাতনের অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করাসহ অনেকগুলো খবর তো ডয়চে ভেলে বাংলা বিভাগেই প্রকাশিত হয়েছে৷ 

এসব খবরে বারবার বোঝা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষের কতটা কাছের বন্ধু৷ বেগমগঞ্জ উপজেলার এই নারকীয় নির্যাতনের ঘটনাতেও তা আবার বোঝা গেল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে কেউ অন্যায়ের প্রতিকার না চাইলে তো নির্যাতনের একমাস পরে ‘জনগণের বন্ধু’ পুলিশ আসিলো- এ খবরটাও আমরা জানাতে পারতাম না! একমাস নয়, তখন হয়ত নির্যাতিতা নারীর পুরো জীবনটাই কেটে যেতো নীরবে কেঁদে কেঁদে!

গতবছরের ৩০ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান