নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মতভেদ
১৭ জানুয়ারি ২০১২তবে প্রধান নির্বাচন কমিশনার এজন্য আইনেরও পরিবর্তন চান৷ আর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপি'র মানা না মানায় কিছু এসে যায়না৷ নির্বাচন কমিশন গঠন হবে সংবিধান অনুযায়ী৷
আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷ তাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেন ১২ই জানুয়ারি৷ আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে ইতিমধ্যেই সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন৷ কিন্তু সংলাপে অংশ নেয়া প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপের নামে চতুরতা করেছে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে কোন কিছুই বিএনপি'র কাছে গ্রহণযোগ্য হবেনা৷
তবে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইতিবাচক অগ্রগতি৷ তবে সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তের সঙ্গে আইনেরও পরিবর্তন চান তিনি৷
অন্যদিকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, রাষ্ট্রপতি একটি ঐক্যমত পেয়েছেন৷ তার আলোকে সার্চ কমিটির গঠনের কথা বলেছেন৷ বিএনপি না মানলেও জনগণ এটা গ্রহণ করবে৷
রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি জানেনা কোথায় কোন দাবি জানাতে হয়৷ সংবিধান পরিবর্তনের ক্ষমতা সংসদের৷ তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে হলে বিএনপিকে সংসদে যেতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন