1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মতভেদ

১৭ জানুয়ারি ২০১২

নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে প্রধান বিরোধী দল বিএনপি প্রত্যাখ্যান করলেও প্রধান নির্বাচন কমিশনার একে স্বাগত জানিয়েছেন৷

https://p.dw.com/p/13kR7
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

তবে প্রধান নির্বাচন কমিশনার এজন্য আইনেরও পরিবর্তন চান৷ আর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপি'র মানা না মানায় কিছু এসে যায়না৷ নির্বাচন কমিশন গঠন হবে সংবিধান অনুযায়ী৷

আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷ তাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেন ১২ই জানুয়ারি৷ আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে ইতিমধ্যেই সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন৷ কিন্তু সংলাপে অংশ নেয়া প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপের নামে চতুরতা করেছে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে কোন কিছুই বিএনপি'র কাছে গ্রহণযোগ্য হবেনা৷

তবে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইতিবাচক অগ্রগতি৷ তবে সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তের সঙ্গে আইনেরও পরিবর্তন চান তিনি৷

অন্যদিকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, রাষ্ট্রপতি একটি ঐক্যমত পেয়েছেন৷ তার  আলোকে সার্চ কমিটির গঠনের কথা বলেছেন৷ বিএনপি না মানলেও জনগণ এটা গ্রহণ করবে৷

রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি জানেনা কোথায় কোন দাবি জানাতে হয়৷ সংবিধান পরিবর্তনের ক্ষমতা সংসদের৷ তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে হলে বিএনপিকে সংসদে যেতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য