1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক ঐক্যমতের আহ্বান

১৪ জানুয়ারি ২০১২

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগের আগে রাজনৈতিক ঐক্যমতের তাগিদ দিয়েছেন বর্তমান ও সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার৷ তারা বলেন, কমিশন বিতর্কিত হলে নির্বাচনও বিতর্কিত হবে৷

https://p.dw.com/p/13jUc
রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আহ্বান করা হচ্ছেছবি: DW/Samir Kumar Dey

এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ই ফেব্রুয়ারি৷ তার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কয়েকটি দল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে রাখার পক্ষে মত দিয়েছে৷ আবার অনেকে সার্চ কমিটি করার পক্ষেও বলেছেন৷ এমন অবস্থায় শামসুল হুদা নিজেই কথা বললেন এসব নিয়ে৷ তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমালোচনা করে দায়দায়িত্ব নির্ধারণ করে ব্যবস্থা নিলে কাজ হয় না৷ তারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরটা দেখে না, এতে করে রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন হচ্ছে না৷

এরশাদ শাসনামলের প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফও নির্বাচন কমিশন নিয়োগে বিতর্ক এড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতিকে৷

আগামী ১৪ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি এই বিতর্কের অবসান অবসান ঘাটাতে পারবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সমন্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য