রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি’র সংলাপে নেতৃত্ব দেবেন খালেদা
১০ জানুয়ারি ২০১২নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন গত ২২ শে ডিসেম্বর৷ তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় বঙ্গভবনে বিএনপি'র সঙ্গে সংলাপ করার কথা রাষ্ট্রপতির৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানিয়েছেন, তারা রাষ্ট্রপতির এই সংলাপকে গুরুত্ব দিচ্ছেন৷ রাষ্ট্রপতিকে সম্মান করছেন৷ তাই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই সংলাপে বিএনপি'র নেতৃত্ব দেবেন৷ যদিও অতীতে আওয়ামী লীগ তাদের সময়ের রাষ্ট্রপতিকে সম্মান দেখায়নি, বলেন তিনি৷
মওদুদ বলেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করলেও তারা আগামী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে তার উপর জোর দেবেন৷ বিএনপি'র মতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব নয়৷ তাই আগে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে কোন লাভ নাই৷
এদিকে আওয়ামী লীগের বিশিষ্ট নেতা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি'র শেষ পর্যন্ত সংলাপে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ কাল রাষ্ট্রপতি সংলাপে বসবেন শাসক দল আওয়ামী লীগের সঙ্গে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক