1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি’র সংলাপে নেতৃত্ব দেবেন খালেদা

১০ জানুয়ারি ২০১২

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপি’র সংলাপে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এই তথ্য দিয়েছেন৷

https://p.dw.com/p/13h9e
The ex prime minister and present opposition leader Begum Khaleda Zia, in Commilla on her way in a road march to Chittagong. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
বেগম খালেদা জিয়াছবি: DW

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন গত ২২ শে ডিসেম্বর৷ তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় বঙ্গভবনে বিএনপি'র সঙ্গে সংলাপ করার কথা রাষ্ট্রপতির৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানিয়েছেন, তারা রাষ্ট্রপতির এই সংলাপকে গুরুত্ব দিচ্ছেন৷ রাষ্ট্রপতিকে সম্মান করছেন৷ তাই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই সংলাপে বিএনপি'র নেতৃত্ব দেবেন৷ যদিও অতীতে আওয়ামী লীগ তাদের সময়ের রাষ্ট্রপতিকে সম্মান দেখায়নি, বলেন তিনি৷

মওদুদ বলেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করলেও তারা আগামী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে তার উপর জোর দেবেন৷ বিএনপি'র মতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব নয়৷ তাই আগে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে কোন লাভ নাই৷

এদিকে আওয়ামী লীগের বিশিষ্ট নেতা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি'র শেষ পর্যন্ত সংলাপে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ কাল রাষ্ট্রপতি সংলাপে বসবেন শাসক দল আওয়ামী লীগের সঙ্গে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য