1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীদের মন্দিরে প্রবেশ নিয়ে আইন করবে ভারত

১৭ নভেম্বর ২০১৯

ভারতের রক্ষণশীল হিন্দুরা ঋতুমতী নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার পুনর্বহাল চাইলেও সুপ্রিম কোর্ট বলছে, নারী ও ধর্ম সম্পর্কিত নতুন আইন প্রণয়ন করা হবে; এজন্য সাত বিচারপতির একটি বেঞ্চ কাজ করবে৷

https://p.dw.com/p/3TB9j
ছবি: Getty Images/A. Sankar

লর্ড আয়াপ্পার মন্দির শবরীমালায় দশকের পর দশক ধরে ১০ থেকে ৫০ বছর বয়স্ক ঋতুমতী নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল৷ গত বছর এক আদেশে সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞাকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা তুলে নেওয়ার পক্ষে রায় দেয়৷

মন্দির কর্তৃপক্ষ ও ভক্ত-সমর্থকদের পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই রায়ের বিরোধিতা করে৷ মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের সিদ্ধান্ত পর্যালোচনার রায়ে সুপ্রিম কোর্ট নারীদের উপাসনালয়ে প্রবেশের বিষয়ে আইন তৈরির কথা জানায়৷

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশের বিষয়ে আদালত তার সিদ্ধান্তের পর্যালোচনা পিছিয়ে দিচ্ছে৷ কারণ এটি ভারতে নারী ও ধর্ম সম্পর্কে বৃহত্তর প্রশ্নে মনোনিবেশ করা হচ্ছে৷

এ সংক্রান্ত মামলায় কাজ করতে আদালত সাত বিচারপতির বেঞ্চ করে দেবে বলে প্রধান বিচারপতি জানিয়েছেন৷

ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্মে ঋতুস্রাবকারী নারীদের অপরিষ্কার মনে করে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে নিষেধ করা হয়৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেয়, মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞাটি প্রয়োজনীয় ধর্মীয় অনুশীলনের যোগ্য নয় এবং এটি ধর্মের স্বাধীনতায় নারীদের অধিকার লঙ্ঘন করেছে৷

আদালতের এই রায়ের পর ভারতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ কয়েকশ বিক্ষোভকারী নারীদের মন্দিরে প্রবেশে বাধা দেন৷ পুলিশের সঙ্গে তাদের সংঘাত বাধে এবং মন্দিরে প্রবেশের চেষ্টাকারী নারীদের তারা লাঞ্ছিতও করেন৷ পরে পুলিশ পরিবেষ্টিত হয়ে দুইজন নারী মন্দিরে প্রবেশ করে প্রথা ভাঙেন৷

আদালতের সিদ্ধান্তটি পর্যালোচনা করতে বেশ কয়েকটি গোষ্ঠী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল৷ তাদের যুক্তি ছিল, মন্দির হলো নিজস্ব ও ধর্মীয় বিশ্বাসের জায়গা এবং সেখানে সাংবিধানিক নৈতিকতার বিষয়টি প্রয়োগ করা যায় না৷

আদালতের রায়ের ফলে বর্তমানে নারীদের মন্দিরে প্রবেশে কোনো বাধানিষেধ নেই৷ বিচারপতি গগৈ বলেছেন, মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশ করা না করার বিষয়টি ভারতীয় সমাজে বিতর্কের সৃষ্টি করেছে৷ তবে রক্ষণশীল দেশটি সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে৷

এসআই/জেডএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান