নারী-পুরুষ পাশাপাশি নয়!
৬ মার্চ ২০১৩আয়োজক জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ৷ সংস্থাটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কাজ করে৷ সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ম্যারাথনের আয়োজন আগেও দুবার করে সফল হয়েছে তারা৷ ২০১১ সালের প্রথম আয়োজনে অংশ নিয়েছিলেন অনেকে৷ মেয়েরাও অংশ নিয়েছেন৷ পুরুষদের সঙ্গে দৌড়েছিলেন শতাধিক মহিলা৷ বার্তাসংস্থা এএফপির এক প্রতিনিধিও ছিলেন তাঁদের মাঝে৷
গত বছর অংশগ্রহণকারী আরো বেড়ে যেতে দেখে এবার আরো বড় আয়োজনের স্বপ্ন দেখেছিল ইউএনআরডাব্লিউএ৷ কিন্তু গাজায় আন্তর্জাতিক ম্যারাথনের তৃতীয় আসরটি এবার হচ্ছে না৷ হামাস জানিয়েছে, ম্যারাথন হোক, কিন্তু মেয়েরা সেখানে দৌড়াতে পারবেনা৷ পরে একটু শিথিল হয়ে, নারী-পুরুষ আলাদাভাবে অংশ নিলে এ আয়োজনকে সমর্থন দেবে বলে জানালেও ইউএনআরডাব্লিউএ আর রাজি হয়নি৷ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়ে দিয়েছে মেয়েদের অংশগ্রহণে কড়াকড়ি তারা মেনে নেবেনা, আর তাই ম্যারাথনের এ আয়োজন এবার হচ্ছে না৷
অথচ এবার গাজার এ আয়োজনে অংশ নেয়ার জন্য ৮০৭ জন নাম লিখিয়েছিলেন৷ সেখানে ৫৫১ জন ফিলিস্তিনি আর বাকি ২৫৬ জন দৌড়বিদ৷ অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে ২৬৬ জন বিদেশি হলেও ১১৯ জন নারীই ফিলিস্তিনের৷ ফিলিস্তিনি মেয়েদের যে ম্যারাথনে অংশ নেয়ার আগ্রহ প্রবল তা এ পরিসংখ্যানই বলে দিচ্ছে৷ সবই জানানো হয়েছিল হামাসকে৷ তারপরও কাজ হয়নি৷ প্রথমে জানানো হয় মেয়েরা অংশই নিতে পারবেনা৷
আলাপ-আলোচনার পর সেখান থেকে সরে দেয়া হয় নারী আর পুরুষের আলাদাভাবে অংশ নেয়ার অনুমতি৷ ইউএনআরডাব্লিউএ তা মানতে পারেনি৷ এক বিবৃতিতে অংশ গ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করা সবার উদ্দেশ্যে সংস্থাটি বলেছে,‘‘ আসরটি হচ্ছেনা, যাঁরা অংশ নিতে চেয়েছিলেন তাঁদের কথা ভেবে আমরা দুঃখিত৷''
এসিবি/ এসবি (এএফপি)