নাইজারে হত্যাকারীর খোঁজে অভিযান
১০ আগস্ট ২০২০রবিবার সকালের এ ঘটনার পর নাইজারের তিলাবেরি অঞ্চলের গভর্নর তিজানি ইব্রাহিম কাতিয়েলা জানান, এক মোটরসাইকেলআরোহী বন্দুকধারীর গুলিতে ছয়জন ফরাসি এনজিও কর্মী, তাদের স্থানীয় গাইডসহ আটজন নিহত হয়েছেন৷
পশ্চিম আফ্রিকার দেশটিতে বোকো হারাম ও আইএস সমর্থিত বেশ কিছু ইসলামি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে৷ তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি৷
নিহত ছয় ফরাসি এসিটিইডি বা অ্যাক্টেড নামের একটি সাহায্য সংস্থার কর্মী ছিলেন৷ ঘটনার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ‘‘এটি এক ব্যক্তির বুদ্ধিহীনের মতো করে চালানো কাপুরোষিত হত্যাকাণ্ড৷’’
এমনিতে ফ্রান্সসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের নাইজারের একটি অংশে যাতায়াতের বিষয়ে সতর্ক থাকতে বলে আসছে৷ রাজধানী নিয়ামের কাছের এই ওয়াইল্ডলাইফ পার্ক অবশ্য ‘নিরাপদ’ এলাকা হিসেবেই পরিচিত৷
ছয় ফরাসি নাগরিক হত্যার ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক বিবৃতিতে বলেছেন তার দেশ সন্ত্রাসবিরোধী অবস্থানে অনড় থাকবে, ‘‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিজ্ঞায় অটল আমরা৷ এ লড়াই চলবে৷’’
এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)