বসে নেই বোকো হারাম, আইএস, আল কায়েদা
৯ এপ্রিল ২০২০গত সপ্তাহে এক বিবৃতিতে ইসলামিক স্টেট করোনা মহামারির সময়েও হামলা চালিয়ে যেতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে৷ করোনা ভাইরাস অমুসলিমদের জন্য আল্লাহর কাছ থেকে আসা একটি শাস্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷
আল কায়েদা এক বিবৃতিতে লকডাউনের সময় বাসায় বসে ইসলাম নিয়ে পড়াশোনা করতে অমুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে৷
যত হামলা
মার্কিন জেনারেল স্টেফান টাউনসেন্ড সংবাদভিত্তিক ওয়েবসাইট মিলিটারি টাইমসকে জানান, করোনার কারণে তারা সোমালিয়ায় কার্যক্রম স্থগিত রাখতে চেয়েছিলেন৷ কিন্তু আল কায়েদা, আল শাবাব ও আইসিস সংকটের ফায়দা তোলার ঘোষণা দিয়েছে৷
ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট মোজাম্বিকের এক জঙ্গি সংগঠন ২৪ মার্চ বন্দর নগরী মোসিম্বোয়া ডা প্রাইয়ায় হামলা চালিয়ে শহরটিকে খেলাফতের অংশ ঘোষণা করেছে৷ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ জন৷
গত রবিবার ক্যামেরুনের উত্তরাঞ্চলের এক গ্রামে আত্মঘাতী বোমা হামলায় সাতজন প্রাণ হারান৷ হামলাকারী দুজন বোকো হারামের সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে৷ দেশটিতে এখন পর্যন্ত ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন ১০ জন৷
২৩ মার্চ আল কায়েদার সঙ্গে জড়িত বোকো হারামের একটি অংশ চাডের এক সেনাঘাঁটিতে হামলা চালায়৷ এতে ৯২ জন সশস্ত্র সৈন্য প্রাণ হারান৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে চাডের যুদ্ধে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা৷ চাডে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০ জন৷
‘ইসলামিক স্টেট ফর ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স' বা আইএসডাব্লিউওপির সঙ্গে সংশ্লিষ্ট বোকো হারামের আরেক অংশ ২৪ মার্চ নাইজেরিয়ার সৈন্যদলের উপর হামলা করে৷ এতে অন্তত ৪৭ জন সৈন্য প্রাণ হারান বলে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে৷ নাইজেরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৷ মারা গেছেন ছয় জন৷
এদিকে মিশরের দুজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের কার্যক্রম বেড়েছে৷ সামরিক বাহিনী সম্ভাব্য অন্তত তিনটি বড় হামলা ঠেকিয়েছে বলে জানান তাঁরা৷
পালটা হামলা
এসব হামলার জবাবে ‘মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্কফোর্স' বা এমএনজেটিএফ লেক চাড এলাকায় বোকো হারাম ও আইএসডাব্লিউএপির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে৷
গত সপ্তাহে মার্কিন বাহিনীর আকাশ থেকে চালানো হামলায় আল শাবাবের একজন ঊর্ধতন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা৷
আবু-বকর জাল্লোহ/জেডএইচ
ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...