‘না খেয়ে থাকলেই রোজা হয় না, রমজানে সংযম করতে হয়'
৯ মে ২০১৭প্রথম রোজার দিনে এক মা তাঁর সন্তানকে নিয়ে রিক্সায় বাড়ি ফিরছেন৷ ছেলের সঙ্গে কথোপকথনেই বোঝা যায়, সন্তানের প্রতি মায়ের কত গভীর ভালোবাসা৷ সন্তানকে দেখেই তিনি অনুমান করতে পারেন, খিদেয় তার মুখ শুকিয়ে গেছে৷ সন্তানের শারীরিক সুস্থতার পাশাপাশি তার সুশিক্ষা নিশ্চিত করার দিকেও তাঁর গভীর মনোযোগ৷ তাই সন্তান যখন জানতে চায়, ‘‘আচ্ছা মা, না খেয়ে থাকলেই কি রোজা হয়?', মা তখন ভেবে-চিন্তে যথার্থই বলেন, ‘‘না বাবা, রোজার সময় সংযম করতে হয়৷ অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়৷''
কিন্তু শেষ কথাটা নিজেরই মনে থাকে না৷ তাই একটু পরেই প্রবীণ রিক্সাচালককে বেশ কর্কশ কণ্ঠেই তিনি ভলে ওঠেন, ‘‘আরে এত আস্তে চালালে তো ইফতার রাস্তায় করতে হবে৷ জোরে চালান!'' রিক্সাচালক তখন অসহায়ভাবে জানান, সারাদিন রোজা রেখে রিক্সা চালানোয় জোরে চালানোর শক্তি আর নেই তাঁর৷
কথা শুনে থ' হয়ে যান মমতাময়ী মা৷ নিজের ভুল বুঝতে পারেন৷ ইফতারের সময় পরিবারের জন্য কিনে আনা সব খাবার দিয়ে দেন প্রবীণ রিক্সাচালকের হাতে৷
এসিবি/এসবি