1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মস্তিষ্কের বিকাশে সংগীতের ভূমিকা

৩১ জানুয়ারি ২০১৮

নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়া নবজাতকের মস্তিষ্ক হয়ত পুরোপুরি বিকশিত হওয়ার সময় পায় না৷ সংগীত দিয়ে এই ঘাটতি পুষিয়ে দেয়া যায় কিনা তা নিয়ে গবেষণা হচ্ছে সুইজারল্যান্ডে৷

https://p.dw.com/p/2rnng
Videostill Fit und Gesund Kopfschmerzen
ছবি: SWR

মস্তিষ্কের বিকাশে সংগীতের ভূমিকা

দু'সপ্তাহ বয়সি মাটিল্ডা নির্দিষ্ট সময়ের তিনমাস আগে পৃথিবীতে এসেছিল৷ তাকে নিয়ে গবেষণা করেছে জুরিখ বিশ্ববিদ্যালয়৷ গবেষকরা দেখার চেষ্টা করেছেন, সংগীত তার মস্তিষ্কের বিকাশে সহায়তা করতে পারে কিনা৷

জুরিখ বিশ্ববিদ্যালয়ের ফ্রিডেরিকে হাসলেবেক সপ্তাহে তিনবার মাটিল্ডার সামনে গুন গুন করেছেন৷ তিনি জানতে চেয়েছেন, সংগীত আসলে প্রিম্যাচিউর শিশুদের মস্তিষ্ক বিকাশে ইতিবাচক প্রভাব রাখে কিনা৷ হাসলেবেক বলেন, ‘‘অনেক গবেষণায় দেখা গেছে, সংগীত কীভাবে মস্তিষ্কের বিভিন্ন অংশকে একই সময়ে উদ্দীপিত করতে পারে৷ জন্মের আগেই নাকি এই ‘সংগীত শিক্ষা' শুরু হয়৷ তাহলে প্রিম্যাচিউর শিশুদেরও এমন শিক্ষায় সাড়া দেয়া উচিত৷''

গণিত ও সংগীত ওতোপ্রতোভাবে জড়িত

গবেষকরা ৬০ জন শিশুর উপর গবেষণা চালাচ্ছেন৷ এর মধ্যে ৩০ জনের উপর সংগীত থেরাপি চলছে, বাকিরা পাচ্ছে না৷

প্রাথমিক ফল বলছে, সংগীত আসলেই নবজাতকের মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করেছে৷

কিন্তু কীভাবে এটি কাজ করে? নিউরোসায়েন্টিস্ট লুৎস ইয়ানকে ২৫ বছর ধরে এ সব নিয়ে কাজ করছেন৷ তিনি বলেন, ‘‘সময়ের সঙ্গে মস্তিষ্কের বিকাশ কীভাবে ঘটে এবং সংগীত বিষয়ে আমাদের একেকজনের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়ের কারণে মস্তিষ্কের উন্নয়নে কতটা পরিবর্তন আসে, তা জানতে আগ্রহী আমি৷ ভবিষ্যতে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের উন্নয়নে এই তথ্যগুলো আমরা কাজে লাগাতে পারব বলে আশা করছি৷''

আনাতোল হাগ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য