1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরে ধূমপান ত্যাগ ও ওজন কমানোর লক্ষ্য

১ জানুয়ারি ২০১১

নতুন বছর ২০১১৷ শুরু হলো বেশ ধুমধামের মধ্য দিয়ে৷ সারা দুনিয়ার মানুষ ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন নতুন বছরে কে কী করতে চান৷ অ্যামেরিকানরা ঠিক করেছেন ধূমপান ত্যাগ এবং দু’টি ক্ষেত্রে লাগাম টেনে ধরতে৷

https://p.dw.com/p/zsIP
Young, wrestlers, Heavy, Fat, Weight, American, USA, New Year, 2011, Cigarette, Smoking, Chocolate, Money, Savings, নতুন বছর, ধূমপান, ত্যাগ, ওজন, কমান, লক্ষ্য, ২০১০, ২০১১, মার্কিন, আমেরিকা, অ্যামেরিকা, প্রতিজ্ঞা,
ছবি: AP

নতুন বছরের পরিকল্পনার খোঁজ নিতে মার্কিন নাগরিকদের মুখোমুখি হয়েছিলেন মেরিস্ট কলেজ ইন্সটিটিউট ফর পাবলিক ওপিনিয়ন এর গবেষকরা৷ শনিবার প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানালেন, ৪৪ শতাংশ মার্কিনি ঠিক করে ফেলেছেন তাঁদের নতুন বছরের লক্ষ্যমাত্রা৷ আর তাঁদের মধ্যে ১৭ শতাংশের ইচ্ছা নতুন বছরেই ধূমপান ত্যাগ করার৷ ১৬ শতাংশ চান দেহের আয়তনে লাগাম টানার৷ অর্থাৎ ওজন কমাতে চান তাঁরা৷ অন্যদিকে, ১৩ শতাংশ মার্কিনি চান গৃহস্থালির খরচের লাগাম টেনে ধরতে৷ মানে নতুন বছরের বাজেটে ব্যয়ের খাতটিকে ছোট রাখবেন তাঁরা৷

তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই তিনটি লক্ষ্য অর্জনেরই মূল ফল ঘটবে একই৷ আর তা হলো অন্যান্য লাভের সাথে সাথে ঘটবে অর্থনৈতিক সাশ্রয়৷ এমএসএন মানি নামের প্রতিষ্ঠানের হিসাবে, ৪০ বছর বয়সি একজন ব্যক্তি ধূমপান ত্যাগ করে যদি বেঁচে যাওয়া অর্থ একটি পৃথক তহবিলে রাখেন, তবে তাঁর বয়স ৭০ বছর বয়স হতে হতে দেখা যাবে যে, তাঁর প্রায় আড়াই লাখ ডলার সঞ্চয় হয়েছে৷ কারণ ২০টি সিগারেটের একটি প্যাকেটে মার্কিনিদের খরচ হয় গড়ে ছয় ডলার করে৷ এছাড়া ওজন কমাতে গিয়েও অর্থ বাঁচবে৷ যা শুধু ব্যক্তিগত লাভ নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও ইতিবাচক৷

ব্রুকিংস ইন্সটিটিউশনের হিসাব অনুযায়ী, প্রাপ্তবয়স্ক সুস্বাস্থ্যবান ব্যক্তিদের চেয়ে অতিরিক্ত মোটা ব্যক্তিদের চিকিৎসা বাবদ ১৪৭ বিলিয়ন ডলার বেশি খরচ হয়৷ তাছাড়া, অতিরিক্ত ওজনের কারণে মার্কিনিদের কর্মদক্ষতা হ্রাস, কাজে ও বিদ্যালয়ে অনুপস্থিতি, প্রতিবন্ধিতা এবং অকালমৃত্যুর হার বাড়ছে বলে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

২০১১ সালে মার্কিনিদের অন্যান্য ইচ্ছার মধ্যে রয়েছে আরো ভালো মানুষ হওয়া৷ ১০ শতাংশ মার্কিনির লক্ষ্য এটি৷ ছয় শতাংশ মানুষ চান আরো ভালো চাকুরি৷ এক শতাংশ চান রাজনীতিতে জড়িত হতে৷ ঠিক একই হারে এক শতাংশ চান স্রষ্টার আরো নিকটবর্তী হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান