নতুন তালেবান নেতা
২৫ মে ২০১৬পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় মোল্লাহ আখতার মনসুর নিহত হবার পর তালেবানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন মৌলভী হায়বাতুল্লাহ আখুনজাদা৷ তালেবানের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য বজায় রাখতে বাকি শীর্ষ নেতাদেরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে৷
শনিবার মোল্লাহ আখতার মনসুরের মৃত্যুর পর রবিবার থেকে পাকিস্তানে তিন দিন ধরে চলেছে শুরা বা নেতৃত্ব পরিষদের বৈঠক৷ অবশেষে মনসুরের মৃত্যুর ঘটনা স্বীকার করে মৌলভী হায়বাতুল্লাহ আখুনজাদাকেই নেতা হিসেবে ঘোষণা করা হয়৷ ফলে নেতৃত্বের দায়িত্ব তথাকথিত কান্দাহার গোষ্ঠীর হাতেই রয়ে গেল৷
আখুনজাদা সম্পর্কে বেশি তথ্য জানা যাচ্ছে না৷ জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী তিনি তালেবানের প্রধান বিচারপতি ছিলেন৷ তালেবান প্রধান মোল্লাহ ওমরের ধর্মীয় শিক্ষক ছিলেন বলেও জানা গেছে৷ সরাসরি সংঘাত-সংঘর্ষে তিনি অংশ নেননি৷ এতকাল তিনি নেতৃত্বের সামনের সারিতেও ছিলেন না৷ গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে তিনি সফল হবেন বলে আশা করা হচ্ছে, যদিও তাঁর সাফল্যের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে৷
আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রশ্নে আখুনজাদা কী অবস্থান নেন, তা দেখার জন্য অপেক্ষা করছে অনেক মহল৷ তাঁর পূর্বসূরি মনসুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছেন৷ মার্কিন ড্রোন হামলার প্রেক্ষাপটে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও সংশয় থেকে যাচ্ছে৷ নির্বাচিত হবার মাত্র ৯ মাসের মধ্যে মনসুরকে যেভাবে হত্যা করা হলো, তার পরিপ্রেক্ষিতে তালেবানের উপর চাপ বজায় রাখতে ওয়াশিংটন আরও হামলা চালাতে পারে বলে মনে করছে কিছু মহল৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)