কাবুলে জঙ্গি হামলা, হতাহত অনেক
১৯ এপ্রিল ২০১৬মার্কিন ‘সিক্রেট সার্ভিসের' আদলে তৈরি আফগান এক নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবান৷ হামলায় আত্মঘাতী বোমারু এবং বন্দুকধারীরা অংশ নেয়৷ আফগান নিরাপত্তা বাহিনীটি সেদেশের ঊধ্বর্তন সরকার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে৷
সেদেশের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কাওয়াসি জানিয়েছেন, এখন পর্যন্ত ১৯৮ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আফগানিস্তানের প্রধান নির্বাহী ড. আব্দুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছে সিরিজ টুইট পোস্ট করেছেন৷ তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানদের রক্ষায় রাজনৈতিক এলিটদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন৷
এদিকে, হামলা এবং হামলা পরবর্তী বিভিন্ন ছবি এবং ভিডিও প্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে৷ আফগানিস্তানে নিযুক্ত রয়টার্সের প্রতিবেদক জস স্মিথ একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে আত্মঘাতী হামলা পরবর্তী ধোঁয়া দেখা যাচ্ছে৷
তালেবানের হামলার পর ইংরেজিতে #কাবুলব্লিডিং ট্রেন্ড করতে শুরু করেছে৷ কাবুলে অবস্থানরত সাংবাদিক আলিম আঘা ঘটনাস্থলের কিছু ভিডিও পোস্ট করেছেন হ্যাশট্যাগটি ব্যবহার করে৷
চীনের সিসিটিভি হামলা চলাকালীন সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল৷ অনেকে ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন৷
উল্লেখ্য, গত কয়েকমাসের মধ্যে এটাই কাবুলে সবচেয়ে প্রাণঘাতি জঙ্গি হামলা৷ এর আগে গত আগস্টে এক আত্মঘাতী হামলায় নিহত হয় ১৫ ব্যক্তি, আহত ২০০-রও বেশি৷
এআই/ডিজি (রয়টার্স, এপি)