ধোনির স্পোর্টসম্যানশিপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
১ আগস্ট ২০১১ক্রিকেটে এই ধরণের মহত্ত্বের পরিচয় অনেকবারই দেখা গেছে৷ আউট হওয়ার পর নিজে থেকেই ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে যাওয়া কিংবা অন্যমনস্ক ব্যাটসম্যানকে রান আউটের সুযোগ সত্ত্বেও বোলারের সেটি না করা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নতুন এক দৃশ্য দেখা গেলো৷ ক্রিজে ছিলেন ব্যাটসম্যান আয়ান বেল যার রান তখন ১৩৭৷ চা বিরতি শুরু হয়ে গেছে, এমনটা মনে করে তিনি ক্রিজ ছেড়ে বের হয়ে আসেন৷ এই সুযোগে ভারতের ফিল্ডাররা স্ট্যাম্পের বেইল ফেলে দেন৷ আম্পায়াররা ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেলকে আউট ঘোষণা করেন৷ হতভম্ব বেল উপস্থিত ১৫ হাজার দর্শককে বিমর্ষ করে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ খানিক পর চা বিরতির সময় ভারতের অধিনায়ক ধোনি আম্পায়ারকে জানান বেলের আউটের সিদ্ধান্ত বাতিল করতে৷ ফলে আবারও ব্যাট করতে নামেন বেল এবং শেষ পর্যন্ত ১৫৯ রান করে আউট হন৷
ধোনির এই সিদ্ধান্ত ১৯৮০ সালের মুম্বই টেস্টের ঘটনা মনে করিয়ে দেয়৷ ইংলিশ ব্যাটসম্যান বব টেইলরকে আম্পায়ার কট বিহাইন্ড ঘোষণার পরও ভারতীয় অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ টেইলরকে ক্রিজে ফিরিয়ে আনেন৷
ভারতীয় অধিনায়ক ধোনির এই সিদ্ধান্তে আইসিসি সহ ইংলিশ সমর্থকরা খুশি হলেও সাবেকদের মধ্যে দুই ধরণের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ সাবেক ক্রিকেটার ও বর্তমানে কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর মনে করছেন, টেইলর আর বেলের ঘটনা এক নয়৷ টুইটারে দেওয়া এক মন্তব্যে মাঞ্জরেকর বলেন, ‘‘এবারের ঘটনায় বেলকে ভুল করে আউট দেওয়া হয়নি৷ অনেক বছর আগে টেইলরকে ক্রিজে ফিরিয়ে আনা হয়েছিল কারণ তাকে ভুল করে আউট দেওয়া হয়েছিল৷ কিন্তু এবারের ঘটনায় বেল ছিলেন পুরোপুরি অসতর্ক এবং অমনোযোগী৷'' একইভাবে এটাকে রাজনীতি হিসেবে সন্দেহ করছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন৷ তবে সমর্থনও পাচ্ছেন ধোনি৷ ভারতের সাবেক অধিনায়ক ও লেগ স্পিনার অনিল কুম্বলে এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন৷ আরেক স্পিনার মনিন্দর সিং বলেছেন, ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তে তারা গর্বিত৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা : সঞ্জীব বর্মন