1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যালেঞ্জের মুখে ভারতীয় নতুন কোচ ডানকান ফ্লেচার

৩০ এপ্রিল ২০১১

দায়িত্ব নিতে না নিতেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতীয় ত্রিকেটের নতুন কোচ ডানকান ফ্লেচার৷ কোচ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়াকে ভালোভাবে দেখছেননা দেশটির সাবেক ক্রিকেটাররা৷

https://p.dw.com/p/116pv
ডানকান ফ্লেচারছবি: AP

ডানকান ফ্লেচার৷ গত বুধবার ভারতের ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে গ্যারি কার্স্টেনের জায়গায় নিয়োগ পেয়েছেন৷ জিম্বাবোয়ের সাবেক অধিনায়ক ৬২ বছর বয়সি ফ্লেচার ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন আট বছর৷ কিন্তু ভারতীয় সাবেক ক্রিকেটারদের অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ছিল কোনো বিদেশীকে নয়, ভারতীয়দের মধ্য থেকে কোচ নিয়োগ করা৷

ভারতীয় দলের সাবেক ক্রিকেটার কপিল দেবতো ফ্লেচারকে একজন খেলোয়াড়ের বেশি কিছু ভাবতে পারেননা৷ কপিল বলেন, সর্বকালের একজন সেরা ব্যাটসম্যান ছিলেন গ্রেগ চ্যাপেল,গ্যারি কার্স্টেন নয়৷ কিন্তু তাঁদের দু'জনের মধ্যে কে সবচেয়ে ভালো কোচ?

‘হিন্দুস্তান টাইমস' কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেবের একটি কথাতেই ফ্লেচার সম্পর্কে তাঁর অভিব্যক্তি স্পষ্ট বোঝা যায়৷ কপিল বলেন, ‘‘ডানকান ফ্লেচার কে?''

Kapil Dev Cricket Indien
কপিল দেবছবি: AP

১৯৮৩ সালের বিশ্বকাপে জয়ী এই অধিনায়ক জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড়ের নাম উল্লেখ করে বলেন, ভেঙ্কাটেশ প্রাসাদ ও রবিন সিং কে কোচ হিসেবে নিয়োগ দিলে আমার ভালো লাগতো৷ তাঁরা ভারতীয় কেবল এ কারণে নয়৷ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব ভালো খেলেছেন তাঁরা৷

কপিল আক্ষেপ করে বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ফ্লেচারকে নিয়োগ দিয়ে সন্তুষ্ট হতে পারেন, অধিনায়ক ধোনির দলের যদি এতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমি কী ভাবছি না ভাবছি তাতে কী এসে যায়!''

ফ্লেচার হিন্দি ভাষা জানেননা৷ অথচ ভারতীয় দলের মূল অংশটাই গড়ে উঠেছে হিন্দি ভাষাভাষি অঞ্চল থেকে৷ হিন্দি জানেন সাবেক ভারতীয় খেলোয়াড়দের মধ্য থেকে এমন কাউকে নিয়োগ দিলে ভালো হতো এমন মন্তব্যও করেছেন কেউ কেউ৷

সাবেক কোচ ফ্লেচার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন তাঁর শিষ্য ইংল্যান্ড দলের গ্রায়েম সোয়ানও৷ যদিও সোয়ানের সঙ্গে ফ্লেচারের সম্পর্ক বরাবরই ভালো ছিলনা৷ ‘ডেইলি টেলিগ্রাফ'কে সোয়ান বলেন, ‘‘ফ্লেচার আমাদের খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে অন্যান্য কোচের চেয়ে ভালোভাবে জানেন৷ কিন্তু আমাদের দলের এমন অনেক ক্রিকেটার আছেন যাদের ব্যাপারে তাঁর কোনো ধারণাই নেই৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম