ফ্লেচার ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ
২৭ এপ্রিল ২০১১বুধবার মুম্বই'এ বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর পক্ষ থেকে নতুন কোচ ফ্লেচারের নাম ঘোষণা করল৷ বর্তমান কোচ দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন ভারতের বিশ্বকাপ জয়ের পরেও তাঁর তিন বছরের চুক্তির মেয়াদ আরো বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷ তাঁরই হাত থেকে দায়িত্ব তুলে নেবেন ৬২ বছর বয়স্ক সাবেক জিম্বাবোয়ে ক্যাপ্টেন ফ্লেচার৷ তিনি বছরের চুক্তি সই করেছেন৷
কোচ কার্স্টেনকে নিয়ে সন্তুষ্টি ছিল অবশ্য খেলোয়াড়দের মধ্যে৷ বিশ্ব টেস্ট ব়্যাংকিং'এ ভারতকে তিনি শীর্ষে নিয়ে গেছেন৷ বোর্ড নিজেও চাইছিল যে, তিনি আরো থাকুন৷ কিন্তু তিনি দেশে ফিরতে চান, পরিবারের সান্নিধ্যে থাকতে চান৷ তাই সিদ্ধান্ত বদলাননি৷
বিসিসিআই'এর সচিব এন.শ্রীনিবাসন বুধবার ওয়ার্কং কমিটির এক বৈঠকের পর বলেন, কোচ হিসেবে যোগ দেয়ার জন্য ফ্লেচার'এর কিছু সময় দরকার৷ তিনি বলেন,‘‘ জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি হয়ত যোগ দেবেননা৷ ঐ সফরে ভারত খেলবে একটি টোয়েন্টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল, পাঁচটি ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং তিনটি টেস্ট৷
জুলাই মাসে ভারতের ইংল্যান্ড সফরের সময় ফ্লেচার প্রথমবারের মত দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে৷ ইংল্যান্ড সফরে ভারত খেলবে চারটি টেস্ট, একটি টোয়েন্টি টোয়েন্টি আর পাঁচটি ওয়ানডে৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন