1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষকের বয়স কত হলে অপরাধ শাস্তিযোগ্য?

১০ জুলাই ২০১৯

নির্ভয়া ধর্ষণকাণ্ডে এই প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক হয়েছে ভারতে৷ এখন একই প্রশ্নে জার্মানিতেও চলছে তুমুল বিতর্ক৷ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ কিশোরের বিরুদ্ধে৷ কিন্তু বর্তমান আইনে তাদের সবাইকে শাস্তি দেয়া সম্ভব নয়৷

https://p.dw.com/p/3LqUA
Schweres Sexualdelikt - Gruppe Jugendlicher unter Verdacht
ছবি: picture-alliance/dpa/R. Weihrauch

গত শুক্রবার জার্মানির ম্যুলহাইম শহরের এক খেলার মাঠের পেছনের ঝোঁপে এক তরুণীকে ধর্ষণ করা হয়৷ অভিযোগ পাঁচ কিশোরের বিরুদ্ধে, যাদের মধ্যে তিন জনের বয়স ১৪ আর বাকি দুজনের বয়স ১২ বছর৷ পোষা কুকুরকে অনুসরণ করে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের কাছ থেকে ১৮ বছর বয়সি তরুণীকে উদ্ধার করেন৷ বাকি তিন কিশোর তখন ঘটনাস্থলে ছিল না৷ পরে পুলিশ জানতে পারে এ ঘটনায় পাঁচজন জড়িত৷ পাঁচজনই বেলজিয়ান বংশোদ্ভুত স্কুলছাত্র৷ শনিবার সবাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের বাবা-মায়ের হাতে তুলে দেয়৷ তবে রোববার এক ১৪ বছর বয়সি কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জার্মানির আইন অনুযায়ী, বয়স ১৪ বছরের কম হলে কাউকে কোনো অপরাধের জন্য দায়ী করা যায় না,  দায় নিতে হয় সংশ্লিষ্ট কিশোরের বাবা-মা, আইনি অভিভাবক বা স্থানীয় যুব উন্নয়ন কার্যালয়কে৷ ফলে ঘোরতর অভিযোগ উঠলেও কার্যত সন্দেহভাজন ধর্ষকদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে না৷

এমন আইন থাকলে কি কিশোরদের অপরাধপ্রবণতা কমানো যাবে? অপরাধ কমানো যাবে? জার্মানির পুলিশ ইউনিয়ন (জিডিপি) তা মনে করে না৷ তারা ইতিমধ্যে কিশোরদের অভিযুক্ত করার ন্যূনতম বয়স ১৪ থেকে কমিয়ে ১২ বছর করার দাবি জানিয়েছে৷ কিন্তু জার্মানির বিচারকদের সংগঠন এর বিরোধিতা করেছে৷

আপাতত পাঁচ সন্দেহভাজনের মধ্যে একজনকেই আটক রেখেছে পুলিশ৷ তার বিরুদ্ধে আগেও দুবার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল৷ কিন্তু বয়স কম হওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি৷

একেক দেশে একেক আইন

২০১২ সালে দিল্লিতে ধর্ষণের পর চলন্ত বাস থেকে ফেলে দিলে গুরুতর আহত হন নির্ভয়া৷ পরে তার মৃত্যু হয়৷ অভিযুক্তদের একজনের বয়স আঠারোর কম হওয়ায় তাকে পাঠানো হয় সংশোধন কেন্দ্রে৷ ভারতের মতো অনেক দেশেই এখনো অপ্রাপ্তবয়স্কদের কঠোর শাস্তির আওতায় নেয়ার আইন নেই৷

ইউরোপ বা পশ্চিমের সব দেশেও আইন এক নয়৷ ইংল্যান্ড ও ওয়েলসে বয়স ১০ হলেই কাউকে অপরাধের জন্য দায়ী করা যায়৷ স্কটল্যান্ডে কিছু ক্ষেত্রে বয়স আট হলেও দায় এড়ানো যায় না৷যুক্তরাষ্ট্র্রে অভিযুক্ত করার ন্যূনতম বয়স ১১৷ তবে সেখানে ৫০টি রাজ্যের অনেকগুলোতেই আবার ন্যূনতম কোনো বয়স নির্ধারণ করা নেই, যার অর্থ, চাইলে যে-কোনো বয়সের কিশোরকেই শাস্তি দেয়া সম্ভব৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান