দ্বিতীয় লকডাউন ঘোষণায় তীব্র বিক্ষোভ সার্বিয়ায়
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে সার্বিয়া সরকার৷ মহামারি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, এমন অভিযোগে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রাস্তায় নেমেছে মানুষ৷ এদের বেশিরভাগই তরুণ৷
আবার লকডাউন ঘোষণা
প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয়বার লকডাউনএবং কারফিউ জারির ঘোষণা দেন৷ এরপরই রাস্তায় নামেন তরুণরা৷ তীব্র আন্দোলন শুরু হয় রাজধানী বেলগ্রেডে৷
‘ভুচিচ আরো ভয়ঙ্কর’
ছবিতে দেখা যাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী বেলগ্রেডের পার্লামেন্ট ভবনের অবস্থান নিয়েছেন৷ অনেক ব্যানারে লেখা ছিল ‘কোভিডের চেয়ে ভুচিচ ভয়ঙ্কর’৷
নিষেধাজ্ঞা অমান্য
পাঁচ জনের বেশি একসঙ্গে জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হলেও তা অমান্য করেই রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ৷ মিছিল থেকে দাবি ওঠে প্রেসিডেন্টের পদত্যাগের৷ একসময় পুলিশের দেয়া ব্যারিকেডে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷
প্রস্তুত পুলিশ
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য প্রস্তুত হয় পুলিশ৷ কোনোভাবেই করোনা সংক্রমণ ঠেকাতে না পারায় কড়াকড়িতে বাধ্য হওয়ার কথা বলছে দেশটির সরকার৷
টিয়ার শেল, সংঘর্ষ
একসময় পার্লামেন্টের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ৷ বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তারও করা হয়৷
ধাওয়া পালটা ধাওয়া
এক সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়৷ পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা৷
ছড়িয়ে পড়েছে আন্দোলন
এখনও পার্লামেন্টের সামনে আছেন আন্দোলনকারীরা৷ অবশ্য গত দুদিনের তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত৷ তবে রাজধানী বেলগ্রেড থেকে অন্য বড় শহরেও ছড়াচ্ছে আন্দোলন৷ নোভি সাদেও বেশ বড় জমায়েত হয়েছে৷ তবে আন্দোলনকারীরা বলছেন, লকডাউনের বিপক্ষে নয়, বরং ভুচিচ সরকারের কোভিড অব্যবস্থাপনার বিরুদ্ধেই লড়ছেন তারা৷