দেশে গুপ্তহত্যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি
১৮ ডিসেম্বর ২০১১অপরাধীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাক পরে অপরাধ করছে বলে উল্লেখ করেন তিনি৷ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুপ্ত হত্যার জন্য সরকারকে দায়ী করে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন৷
দেশে গুপ্তহত্যা নিয়ে খোদ পুলিশই উদ্বিগ্ন৷ অপহরণের পর লাশ পাওয়া যাচ্ছে অপহৃতদের৷ কিন্তু অপরহরণকারী এবং হত্যার সঙ্গে জড়িতরা ধরা পড়ছে না৷ আর এর শিকার রাজনৈতিক নেতা-কর্মীরা যেমন হচ্ছে, তেমনি সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না৷ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এই উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করে বলেছেন, প্রতিটি ঘটনারই তদন্ত হচ্ছে৷ শিগগিরই অপরাধীরা ধরা পড়বে৷
অপহরণ এবং গুপ্তহত্যায় জড়িতরা অপহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে নিজেদের পরিচয় দেয়৷ ফলে তাদের প্রতিরোধ করা যায় না৷ আর সাধারণ মানুষও ভয়ে অপহৃতকে রক্ষায় এগিয়ে যায় না৷ পুলিশের আইজি বলেন, অপরাধীরা এখন আইন-শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরে অপরাধ করে৷ তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ও ব্যবহার করে৷ এটি তাদের অপরাধের নতুন কৌশল৷
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুপ্ত হত্যার জন্য আবারো সরকারকে দায়ী করেছেন৷ তাঁর দাবি, সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে দমন করতে গুপ্ত হত্যা চালাচ্ছে৷ এ জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবী করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম