1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই সিটিসহ ২৩৩ স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা

২৪ জানুয়ারি ২০২৪

আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ একই দিনে আরো ২৩১টি পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/4bcRw
ব্যালট বাক্সে নির্বাচন কমিশনের লোগো
২ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনছবি: Mohammad Ponir Hossain/REUTERS

আজ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম৷ তিনি বলেন, ‘‘প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে৷ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি৷''

২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন৷ নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরও নির্বাচিত হন৷

গত বছরের ১৩ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হয়৷ আরফানুল ২০২২ সালে দুই বারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন

এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান