1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাড্ডাহাড্ডি লড়াই শেষে রিফাতকে জয়ী ঘোষণা

১৫ জুন ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ফল ঘোষণা কেন্দ্রে তুমুল উত্তেজনা দেখা দিয়েছিল৷ একবার রিফাত, আরেকবার সাক্কু এগিয়ে- এমন নাটকীয়তা শেষে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়েছে৷

https://p.dw.com/p/4Ckgt
Bangladesch | Wahlen | Cumilla City Corporation
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে শাহেদুন্নবী চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

তবে তার আগে হৈ চৈয়ের মধ্যে কারচুপির সন্দেহের কথা বলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ১০৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট,বিদায়ী মেয়র সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

এসিবি/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য