1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই দিনে সাউথ আফ্রিকাকে হারিয়ে টেস্টে ভারত এক নম্বরে

৫ জানুয়ারি ২০২৪

মাত্র দুই দিনে শেষ হয়ে গেল ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে কেপটাউন টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত।

https://p.dw.com/p/4asMh
সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বুমরাহ ছয় উইকেট নেন।
দুই দিনে সাউথ আফ্রিকাকে হারিয়ে কেপটাইনে প্রথমবার টেস্টে জিতলো বারত। ছবি: Halden Krog/AP/picture alliance

কেপটাউনের ভয়ংকর গতিময় পিচে পাঁচ দিনের টেস্ট দুই দিনে শেষ হয়ে গেল। প্রথম দিন পড়েছিল ২৩ উইকেট। দ্বিতীয় দিনে পড়লো ১০ উইকেট। সাউথ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। কেপটাউনে ভারত প্রথম জয় পেল।

পিচ থেকে খুবই সাহায্য পাচ্ছিলেন পেসাররা। বল লাফাচ্ছিল। মারাত্মক সুইংয়ে ব্য়াটাররা বিভ্রান্ত হচ্ছিলেন। কাট করে বল দ্রুত ভিতরে ঢুকছিল। সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে সিরাজ পেয়েছিলেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে বুমরাহ পেলেন ছয় উইকেট। সাউথ আফ্রিকার মার্করাম শতরান করলেও দলের রান ওঠে ১৭৬। মার্করাম ছাড়া আর কেউ ১২ রানের বেশি করতে পারেনি। প্রথম ইনিংসে তারা করেছিল ৫৫ রান।

ভারত প্রথম ইনিংসে ১৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ৮০ রান করে। যে টেস্ট ম্যাচে পাঁচদিন ধরে তিরিশ ঘণ্টা খেলা হওয়ার কথা ছিল, তা মাত্র সাড়ে নয় ঘণ্টায় শেষ হয়ে যায়। গতিময় উইকেট করে ভারতকে হারাবার কৌশল বুমেরাং হয়ে যায়। সাউথ আফ্রিকার ব্যাটাররা বুমরাহ, সিরাজ, মুকেশ কুমারের বলই খেলতে পারেননি।

এই টেস্ট জিতে ভারত আবার টেস্ট ক্রিকেটের তালিকায় এক নম্বরে উঠে গেছে। সাউথ আফ্রিকা নেমে গেছে দুই নম্বরে।

রোহিতের সমালোচনা

এই টেস্ট জেতার পর রোহিত শর্মা খুশি। তা সত্ত্বেও তিনি পিচের সমালোচনা করতে ছাড়েননি।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত ছিলেন রীতিমতো আক্রমণাত্মক। তিনি বলেন, , "এই টেস্টে কী ভাবে পিচ আচরণ করেছে তা সকলেই দেখেছেন। আমাদের এই ধরনের পিচে খেলতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই কথা বলার আছে, এরপর কেউ যেন ভারতের পিচ নিয়ে কোনো কথা না বলেন।”

রোহিত বলেছেন, "সাউথ আফ্রিকার পিচে খেলাটা খুবই কঠিন। সবাই সেই কঠিন পরীক্ষা দিতেই আসে। তেমনই ভারতের পিচে খেলাও কঠিন তো হতেই পারে। ভারতের পিচে প্রথম দিন থেকে বল ঘুরলে কেন অন্যদের এত সমস্য়া হয়, কেন সমালোচনা হয়, সাউথ আফ্রিকার পিচ নিয়ে তো সেরকম কথা হয় না।”

আইসিসি ও ম্যাচ রেফারিদের পিচ নিয়ে রেটিংও দিতে বলেছেন রোহিত।

ভারতের বিশ্বরেকর্ড

দ্বিতীয় ও শেষদিনেও একাধিক রেকর্ড হলো। তার মধ্যে অন্যতম হলো ১০৭ ওভারে টেস্টের ফয়সালা হয়ে যাওয়া। সবচেয়ে কম বল খেলে টেস্ট জেতার বিশ্বরেকর্ড করলো ভারত। ৯২ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল।

৯২ বছর আগে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ চলেছিল ১০৯ দশমিক দুই ওভার।

জিএইচ/এসজি(ডিজনি হটস্টার)