শতরান করে দলকে জিতিয়ে আহত সূর্যকুমার
১৫ ডিসেম্বর ২০২৩চার, ছয়ের বন্য়া বইয়ে ৫৬ বলে একশ রান করে আউট হন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তার এই শতরান ও কুলদীপ যাদবের অসাধারণ বোলিংয়ের দাপটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জিতেছিল সাউথ আফ্রিকা। তৃতীয় ম্যাচে ভারত জিতে সিরিজে সমতা ফেরালো।
তবে ফিল্ডিং করার সময় চোট পান সূর্যকুমার যাদব। সাপোর্ট স্টাফেরা তাকে কোলে করে ডাগ আউটে নিযে যায়। ফিল্ডিং করার সময় পা মচকে গোড়ালিতে চোট পান তিনি। তখন তিনি হাঁটতে পারছিলেন না। চোটের কারণে তিনি আর মাঠে নামতে পারেননি। রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব করেন।
খেলা শেষ হয়ে যাওয়ার পর সূর্যকুমার জানিয়েছেন, তিনি এখন হাঁটতে পারছেন। আগের থেকে ভালো আছেন।
এর আগে হার্দিক পান্ডিয়া চোট পেয়ে টিমের বাইরে চলে গেছেন। তার চোট এখনো সারেনি। তিনি এখনো টিমে ফিরতে পারেননি। এর মধ্য়ে সূর্যরও চোট লাগলো। ফলে টিম ম্যানেজমেন্ট চিন্তিত।
সূর্য অবশ্য এদিন অসাধারণ খেলেছেন। টি-টোয়েন্টিতে তার চতুর্থ সেঞ্চুরি করেছেন ৫৬ বলে। সূর্যকে থামানো যাচ্ছিল না। উইকেটের পিছনে তার ট্রেডমার্ক শটে ছয় মেরেছেন। স্পিনারদের বল উড়িয়ে দিয়েছেন গ্যালারিতে। একদিনের বিশ্বকাপে তার ফর্ম ভালো ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে আবার পুরনো মেজাজে দেখা যাচ্ছে তাকে।
কুলদীপের পাঁচ উইকেট
কুলদীপ দুই দশমিক পাঁচ ওভারে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। বল উইকেটে পড়ে ভালো স্পিন করছিল। মাঝেমধ্যে নিচু হচ্ছিল। ফলে কুলদীপকে খেলতে পারেননি সাউথ আফ্রিকার ব্য়াটাররা। জীবনের সেরা টি-টোয়েন্টি বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ।
জাদেজার বলও ভালো স্পিন করছিল। প্রথম বলেই উইকেট পান তিনি। মিলারের উইকেটও তার পাওয়া উচিত ছিল। মিলারের বল ব্যাটে লেগে উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে যায়। আম্পায়ার আউট দেননি। টেকনিক্যাল কারণে তখন থার্ড আম্পায়ারের কাছে আবেদন করা যাচ্ছিল না। ফলে মিলার টিকে যান। তিনি শেষপর্যন্ত কুলদীপের বলে আউট হন।
২০ ওভারে ভারত তুলেছিল সাত উইকেটে ২০১ রান। সাউথ আফ্রিকা ১৩ দশমিক পাঁচ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়।
জিএইচ/এসজি(ডিজনি হটস্টার)