দর্শনার্থীদের জন্য খোলা কোলন ডোম
১৮ আগস্ট ২০২০করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ডোম টাওয়ারে দরজা খুলে দেওয়ার কথা জানায় সোমবার ডোম কর্তৃপক্ষ৷ চূড়ার ওঠা এবং নামার দর্শনার্থীদের জন্য দক্ষিণ দিকের সিড়ি প্রতি কুড়ি মিনিট পরপর পরিবর্তন করা হবে৷ অর্থাৎ সরু সিড়ি দিয়ে ওঠা-নামার সময় দর্শনার্থীদের মাঝে সামাজিক দূরত্ব যেন সুরক্ষিত থাকে সে কারণে একদলকে ওঠা বা নামার সময় অন্যদলকে অপেক্ষা করতে হবে৷ দর্শনার্থীদের একটু বেশি সময় হাতে নিয়ে যাওয়াই ভালো৷ টাওয়ারে ওঠা-নামার সময় একটি গ্রুপে সর্বাধিক ২০ জন থাকতে পারবে এবং সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে৷
কোলন গির্জায় স্বাভাবিক সময়ে পর্যটকের সংখ্যা দিনে ৩০ হাজার পর্যন্ত হয়ে থাকে৷ ইউরোপের সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ কোলনের ডোম ১৬০ মিটার উঁচু৷ এই শহরের অনেক জায়গা থেকেই এই গির্জার উঁচু চূড়াটি দেখা যায়৷ ডোমের দক্ষিণ চূড়ায় ওঠে দেখা যায় কোলন শহরের কেন্দ্র, রাইন নদী আর কোলনের আশেপাশের অপরূপ দৃশ্য৷ তবে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য অবশ্য পেরোতে হবে ৫৩৩টি সিড়ি!
এনএস/কেএম(ইপিডি)
২০১৮ সালের জানুয়ারির ছবিঘরটি দেখুন...