1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

দনেৎস্ক এবং লুহানস্কে রাশিয়ার আক্রমণ

১৯ এপ্রিল ২০২২

দনবাস অঞ্চলে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে বলে জেলেনস্কির দাবি। আপাতত কিয়েভ যাচ্ছেন না বাইডেন।

https://p.dw.com/p/4A56W
ইউক্রেন
ছবি: Alexander Ermochenko/REUTERS

মারিউপল এবং খারকিভের পর এবার দনেৎস্ক এবং লুহানস্কে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। সোমবার ভিডিও বিবৃতিতে একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির বক্তব্য, পূর্ব ইউক্রেনে সমস্ত শক্তি নিয়ে নতুন করে লড়াই শুরু করেছে রাশিয়ার সেনা। গোটা দনবাস অঞ্চলে রাশিয়া আক্রমণ শুরু করেছে বলে তার অভিযোগ। লাভিভেও রাশিয়া বোমারু হামলা চালাচ্ছে। লাভিভ অবশ্য পূর্ব ইউক্রেনের অংশ নয়। রাশিয়ার দাবি, লাভিভে বিদেশি অস্ত্র মজুত করছিল ইউক্রেন। তারা তেমনই কিছু জায়গা ধ্বংস করে দিয়েছে।

বাইডেন কি যাচ্ছেন?

সম্প্রতি হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে জো বাইডেন জানিয়েছিলেন, মার্কিন প্রতিনিধি দল কিয়েভে যাবে। সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেছিলেন, বাইডেন কি কিয়েভ যেতে পারেন? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনিও কিয়েভে যাওয়ার কথা ভাবছেন। এরপরেই বাইডেনের সফর নিয়ে আলোচনা শুরু হয়। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ যাবেন না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, বাইডেন অদূর ভবিষ্যতে কিয়েভে যেতে পারেন। পরিস্থিতি পর্যালোচনা করে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি।

মলদোভার পররাষ্ট্রমন্তরীর সঙ্গে ব্লিংকেনের বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মলদোভার পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপের সবচেয়ে দরিদ্র এই দেশটি অ্যামেরিকার উপর অনেকটাই নির্ভরশীল। অ্যামেরিকা মলদোভাকে বিপুল পরিমাণ সাহায্য করে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে মলদোভায় সবচেয়ে বেশি ইউক্রেনের শরণার্থী পৌঁছেছে। চার লাখ ২৩ ইউক্রেনের শরণার্থী এখন সেখানে আছে। কীভাবে এই শরণার্থীদের সামলানো যাবে, তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। মলদোভাকে সাহায্যের আশ্বাস দিয়েছে অ্যামেরিকা।

মার্কিন অস্ত্র ইউক্রেনে

ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছিল অ্যামেরিকা। সেই ্স্ত্র ইউক্রেনে ঢুকতে শুরু করেছে। সংবাদসংস্থা এএফপি-কে ইউক্রেনের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এখনো পর্যন্ত চারটি মার্কিন বিমান ইউক্রেনে এসে নেমেছে। অস্ত্র নিয়ে পঞ্চম বিমনটিও দিনকয়েকের মধ্যেই পৌঁছাবে। বিপুল পরিমাণ অস্ত্র আছে ওই বিমানগুলিতে।

বস্তুত, দনবাস অঞ্চলে রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করার পর জেলেনস্কি জানিয়েছেন, তাদের হাতে অস্ত্র আছে আর আছে দেশের মানুষের মনোবল। সেনারা শেষ রক্ত দিয়ে দেশের মাটিকে রক্ষা করবে। রাশিয়া যেভাবে কিয়েভ দখল করতে পারেনি, ঠিক সেভাবেই দনবাস অঞ্চলও দখল করতে পারবে না। যুদ্ধ শুরুর দিনকয়েক আগে এই অঞ্চলেই দানেৎস্ক এবং লুহানস্ক নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে পরিচিয় দিয়েছিল। রাশিয়া তা সমর্থনও করেছিল।

মাক্রোঁর বক্তব্য

ফরাসিপ্রেসিডেন্ট মাক্রোঁ জানিয়েছেন, তিনি নিয়মিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু বুচার ঘটনার পর তিনি আলোচনা বন্ধ করে দিয়েছেন। ওই ঘটনার পর পুটিনের সঙ্গে আর কথা বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)