1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

মারিউপোল রাশিয়ার নিয়ন্ত্রণে

১৭ এপ্রিল ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় রাশিয়া৷ বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূর্ব ইউক্রেনের শহরটি এখন রুশ সেনাবাহিনীর দখলে৷

https://p.dw.com/p/4A2cU
মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ারছবি: Sergei Bobylev(TASS/picture alliance

এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা৷

পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইউক্রেনের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য আরও পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দেবে তারা৷ এর মধ্যে ৫০ লাখ ইউরো পাবে মলদোভা৷

কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরে ব্রোভারিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কিয়েভের মেয়র৷ তিনি বলেছেন, হামলায় শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷

তবে সেখানকার ক্ষয়-ক্ষতি বা হতাহতের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি৷ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, হামলার পর ওই শহরটি পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে৷

মারিউপোল রাশিয়ার দখলে

এদিকে, অবরুদ্ধ মারিউপোল শহরে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে রাশিয়া৷ যেসব সেনা আত্মসমর্পণ করবেন, তাদের জীবিত অবস্থায় সরে যাওয়ার সুযোগ দেবে বলে জানিয়েছে মস্কো৷

বর্তমানে মারিউপোল রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের লড়াই অব্যাহত রয়েছে৷

সম্প্রতি রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে৷

এপিবি/এফএস (এপি, এএফপি, রয়টার্স)