মারিউপোল রাশিয়ার নিয়ন্ত্রণে
১৭ এপ্রিল ২০২২এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা৷
পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দিচ্ছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইউক্রেনের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য আরও পাঁচ কোটি ইউরো মানবিক সাহায্য দেবে তারা৷ এর মধ্যে ৫০ লাখ ইউরো পাবে মলদোভা৷
কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০ কিলোমিটার দূরে ব্রোভারিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কিয়েভের মেয়র৷ তিনি বলেছেন, হামলায় শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷
তবে সেখানকার ক্ষয়-ক্ষতি বা হতাহতের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি৷ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, হামলার পর ওই শহরটি পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে৷
মারিউপোল রাশিয়ার দখলে
এদিকে, অবরুদ্ধ মারিউপোল শহরে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে রাশিয়া৷ যেসব সেনা আত্মসমর্পণ করবেন, তাদের জীবিত অবস্থায় সরে যাওয়ার সুযোগ দেবে বলে জানিয়েছে মস্কো৷
বর্তমানে মারিউপোল রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের লড়াই অব্যাহত রয়েছে৷
সম্প্রতি রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে৷
এপিবি/এফএস (এপি, এএফপি, রয়টার্স)